সোমবার লকডাউনের মাঝেই ভারতে পালিত হচ্ছে ইদ। দেশবাসীকে ইদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-স🔜হ দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা।
এ দিন প্রধানমন্ত্রী টুইট করেন, ‘ইদ মুবারক। ইদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা। উৎসবে দয়া, ভ্রাতৃত্ববোধ ও সমন্বয়ের মনোভাব আরও♑ বৃদ্ধি পাক। সকলে সুস্থ ও সমৃদ্ধশালী থাকুন।’
গত এপ্রিল মাসে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেছিলেন, ‘গত বার রমজান পালনের সময় আমরা কখনও ভাবতে পারিনি যে এমন দুঃসময় উপস্থিত হবে। এই গভীর সংকটকালে আমরা ধৈর্য, সংবেদনশীলতা ও সহমর্মিতার সঙ্গে রমজান পাল𓆏ন করব। আগের চেয়েও প্রবল প্রার্থনা করব যাতে ইদের আগে দেশ করোনাভাইরাস মুক্ত হয়, যাতে আমরা গত বারের💎 মতোই ইদের খুশিতে মেতে উঠতে পারি।’
এ দিন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দও দেশবাসীকে ইদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ইংরেজি, হিন্দি ও উর্দুতে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ইদ মুবারক! এই উৎসব ভালোবাসা, সৌভ্রাতৃত্ব বোধ, সান্তি ও সমন্বয়ের উদযাপন। ইদ আমাদের দুর্বল ও অভাবগ্রস্তদের প্রতি যত্নশীল ও সংবেদনশীল হতে শেখায়। আমরা যেন ইদ উপলক্ষে যথাযথ 'জাকাত পালন করি এবং করোনা সংক্রমণ রোধের জন্য 🦋সামাজিক দূরত্ব বিধি মেনে চলি।’
ইদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্🌟রী মুক্তার আব্বাস নকভিও। এ দিন𒉰 ইদ ুপলক্ষে নিজের বাড়িতে নমাজ পড়েন মন্ত্রী।
কংগ্রেস নেতা রাহুল ♔গান্ধী এ দিন ইদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর উদ্দেশে টুইট করেছেন, ‘আপনাদের সব⛦াইদে ইদ মুবারক। খুশির ইদ।’
সোমবার ইদ উপলক্ষে লকডাউন বিধি মেনে প্রার্থনা ও উদযাপনের আবেদন জানিয়েছেন দিল্লিরꦺ শীর্ষ স্থানী🌠য় মুসলিম নেতারা। জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি জনগণের প্রতি আর্জি জানিয়েছেন, অতিমারিতে বিপন্ন দরিদ্র ও প্রতিবেশীদের সাহায্য করার পাশাপাশি যথাসম্ভব আড়ম্বরহীন ইদ পালন করতে।
ইদের চাঁদ দেখার পরেꦆ ধর্মীয় নেতাদের ঘোষণায় সোমবার দেশজুড়ে ইদ-উল-ফিতর উদযাপন হচ্ছে। উৎসবে শামিল হয়েছেন জম্মু ও⛄ কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত ধর্মপ্রাণ মুসলিমরা।