২০২২-২৩ আর্থিক বছরের ইপিএফওতে সুদের টাকা কবে পৌঁছবে কর্মচারীর অ্যাকাউন্টে? প্রশ্নের জবাব দিয়েছে ইপিএফও। তবে বলে রাখা ভালো, পিএফ অ্যাকাউন্টে জমার উপর সুদের হার বাড়ছে। সুদের হার ৮.১০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮.১৫ শতাংশ হচ্✅ছে। অর্থাৎ ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে সুদের হার। এক্ষেত্রে কিছুটা হলেও লাভবান হবেন কর্মচারীরা।
২৪ জুলাই এনিয়ে সার্কুলার জারি করা হয়েছিল। ২০২৩ সালের অগাস্টের মধ্য়ে দেশের প্রায় ৬.৫ কোটি ইপিএফও সদস্যদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছতে শুরু করতে পারে বলে খবর। নিয়ম অনুসারে কোনও কর্মচারীর বেস পে ও ডিএর ১২ শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয়। আবার সংশ্লিষ্ট সংস্থাও একই পরিমাণ অর্থ ওই কর্মচারীর অ্যౠাকাউন্টে জমা করে। কোম্পানি যা দেয় তার ৩.৬৭ শতাংশ ইপিএফ জমা পড়ে। আর বাকি ৮.৩৩ শতাংশ অর্থ পেনশন স্কিমে চলে য💝ায়।
ইপিএফও জানিয়েছে, ২০২২-২☂৩ আর্থিক বছরে🅘র জন্য অ্যাকাউন্টে সুদের পরিমাণ জমা করার প্রক্রিয়া চলছে। এই টাকা শীঘ্রই জমা করা হবে। আর্থিক বছরের শেষে এই টাকা সদস্যদের অ্য়াকাউন্টে জমা হয়।
মিন্টের প্রতিবেদন অনুসারে জান൲া গিয়েছে, বহু ইপিএফ সদস্য তাদের ইপিএফ অ্য়াকাউন্টে কবে সুদের টাকা আসবে সেদিকে তাকিয়ে রয়েছেন? এনিয়ে একজন টুইট করে প্রশ্ন করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কখন আমাদের সুদের টাকাটা পাসবুকে যুক্ত হবে? এনিয়ে ইপিএফও উত্তর দিয়েছে, প্রসেস পাইপলাইনে রয়েছে। খুব শীঘ্রই সেটা দেখা যাবে। যখনই সুদ দেওয়া হবে তখন সেটা পুরোটাই দেওয়া হবে। সেখানে কোনও সুদের ক্ষতি হবে না। শুধু ধৈর্য্য ধরুন।