আগামী ১১ জুলাই পর্যন্ত উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে ইপিএফও। সোমবাꦉর এমনটাই জানিয়েছে পিটিআই।
এর আগেও দুইবার সময়সীমা বাড়িয়েছে EPFO। মে মাসে, দ্বিতীয়বার সময়সীমা বাড়ানো হয়। সেই সময়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছিল যে, আরও বেশꦿি মানুষকে সুযোগ প্রদানের জন্য বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর আবেদন জ🏅ౠমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২৬ জুন ২০২৩ পর্যন্ত করা হয়।
EPS-এ উচ্চতর পেনশনের জন্য কীভাবে আবেদন করবেন?
কীভাবে বেশি পেনশনের জন্য আবেদন করতে হবে?
১) যে গ্রাহকরা বেশি পেনশনের জন্য আবেদন করতে চান, তাঁদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপ♌িএফও) পোর্টালে যেতে হবে। তাঁদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সেখানে।
২) UAN Member e-SEWA পোর্টালের লিঙ্ক পাওয়া যাবে (//unifiꩵedportal-mem.epfindia.gov.in/memberinterface/)।
৩) ইপিএফও অফিসারের তরফে জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কোম🧸্পানি যাচাই করে দেখ🐻বে।
৪) যদি ꦺসব তথ্য সঠিক থাকে, তাহলে যাবতীয় বকেয়া ༒হিসাব করা হবে। বকেয়া প্রদানের জন্য একটি নির্দেশিকা জারি করা হবে।
৫) যদি তথ্যের ক্ষেত্রে কোনও গরমিল থাকে, তাহলে তা সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মচারীকে জানিয়ে দেবে ইপিএফও। সেই তথ্যের গরমিল♕ শুধরে নেওয়ার জন্য এক ম🌳াস দেওয়া হবে।
পেনশন গণনা
- যাঁরা ১ সেপ্টেম্বর ২০১৪-র আগে অবসর নিয়েছেন, তাঁদের জন্য উচ্চতর পেনশন গণনা
পেনশন তহবিলের সদস্যপদ থেকে শেষ হওয়ার তারিখ থেকে তার আগের ১২ ꧟মাস চাকরি করার সময়ে প্রাপ্ত গড় মাসিক বেতনের ভিত্তিতে এই পেনশন গণনা করা হবে꧙।
- ১ সেপ্টেম্বর ২০১৪ বা তার পরে যাঁরা অবসর নিয়েছেন/অবসর নেবেন তাঁদের উচ্চ পেনশন গণনা
পেনশন তহবিলের সদস্যপদ থেকে বের হওয়ার তারিখের আগের ৬০ মাসে, চা💛করির করার সময়ে প্রাপ্ত গড় মাসিক বেতনের উপর ভিত্তি করে সেই পেনশন গণনা করা হবে।
বর্তমানে, ইপিএস স্কিমের অধীনে পেনশন গণনা করার সূত্র হল =(৬০ মাস X চাকরির গড🔯় বেতন)/ ৭০
বুধবার প্রকাশিত এক সার্কুলারে, EPFO জানিয়েছে, ফিল্ড আধিকারিকদের নথি যাচাই করার একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। নিয়োগকারীদের কাছ থেকে যৌথ অনুরোধ/অনুমোদন/অ𓂃নুমতির প্রমাণ পেতে সমস্যা হলে এটি কাজে লাগাতে পারবেন।
ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে, বাড়তি সুবিধা পাওয়ার জন্য ন𒊎িজেদের কোম্পানির সঙ্গে যোগ্য গ্রাহকদের নির্দিষ্ট ফর্মের (যা কমিশনার নির্ধারিত ফর্ম) মাধ্যমে যৌথভাবে আবেদন করতে হবে। সেইসঙ্গে🍌 অন্যান্য যাবতীয় নথি জমা দিতে হবে।
যে যে ক্ষেত্রে ফিল্ড অফিস এবং কোম্পানির তথ্য মিলে যাবে, 🌟সেক্ষেত্রে বকেয়া অর্থের পরিমাণ হিসাব করা হবে এবং সেই অর্থ জমা দেওয়া বা ট্রান্সফার করে দেওয়ার জন্য নির্দেশ জারি করা হবে। কিন্তু কোম্পানি ও ফিল্ড অফিসের তথ্যে গরমিল ধরা পড়লে তা সংশ্লিষ্ট কর্মচারী/পেনশনভোগী এবং তাঁর কোম্পানিতে জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপর সঠিক তথ্য জমা দেওয়ার জন্য এক মাস সুযোগ দেওয়া হবে বলে ইপিএফওয়ের তরফে জানানো হয়েছে।
বেশি পেনশনের আবেদনে য𒆙দি অনুমোদন প্রদান না করে কোম্পানি, তাহলে সেই আবেদন খারিজ করে দেওয়ার আগে সংশ্লিষ্ট𒀰 সংস্থাকে একটি সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা বাড়তি তথ্যপ্রমাণ জমা দিতে পারবে বা কোনও ভুল (কর্মচারী বা পেনশনভোগীর করা কোনও ভুল হলেও) সংশোধন করতে পারবে। কর্মচারী বা পেনশনভোগীকে জানিয়ে সেই কাজ করার জন্য এক মাস মিলবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )