বাংলা ছেড়ে আগেই ত্রিপুরার হয়ে নাম লিখিয়েছেন ঋদ্ধিমান সাহা ওরফে পাপালি। আর এবার ত্রিপুরার হলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন। সৌরভকে রাজ্যের পর্যটন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে মঙ্গলবার কলকাতায় আসেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। গতকাল সৌরভের বেহালার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সুশান্তবাবু। জানা গিয়েছে, এদিন সৌরভের সঙ্গে বৈঠকে সুশান্তবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন দফতরের সচিব উত্তমকুমার চাকমা এবং ওই দফতরের শীর্ষ আধিকারিক তপনকুমার দাস। (আরও পড়ুন: 'সম্মান দি🍃লে তবে তা পাবে', CSK অনুগত রবিনের 'ছক্কা' KKR-কে, ঝরে পড়ল অভিমান)
সৌরভের সঙ্গে দেখা করে ত্রিপুরার মন্ত্রী এবং আমলারা তাঁর হাতে ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি ছোট্ট মডেল তুলে দেন। পরে সৌরভ ফোনে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে। তাঁকে ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তা গ্রহণ করেন সৌরভ। পরে টুইট করে মানিক সাহা লেখেন, 'খুব গর্বের সঙ্গে জানাতে চাই যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্ত🌱াব গ্রহণ করেছেন। আজকে তাঁর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। আমি নিশ্চিত যে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় রাজ্যের পর্যটন ক্ষেত্রে উন্নতি হবে।'
প্রসঙ্গত, প্রায় দেড় বঠর আগে সিএবি কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধি। ত্রিপুরার রঞ্জি দলে নাম লিখিয়েছিলেন তিনি। এখন তিনি ত্রিপুরা দলের অধিনায়ক তথা মেন্টর। সেরাজ্যের এক বিজেপি নেতাই ঋদ্ধিকে ত্রিপুরায় যোগ দিতে রাজি করিয়েছিলেন বলে শোনা যায়। উল্লেখ্য, একর আগে ত্রিপুরা ক্রিকেট সংস্থার প্রধান পদে থেকেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজে। এই আবহে রাজ্যের পর্যটনকে জাতীয় মঞ্চে তুলে ধরতে বাংলার সৌরভের দ্বারস্থ হয় তাঁর সরকার। আইপিএল-এর দায়িত্ব সেরে কলকাতায় ফিরতেই তাই সৌরভের সঙ্গে দেখা করেন ত্রিপুরার মন্ত্রী। এদিকে সৌরভ ত্রিপুরা সরকারের প্রস্তাবে সায় দেওয়া পর্যটনমন্ত্রী বলেন, 'ত্রিপুরার মানুষের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এটা।' তিনি জানান, আগামী মাস থেকেই♏ ত্রিপুরা সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাদের কাজ শুরু করবে।