জনতা দল (সেকুলার) নেতা এইচডি রেভান্না অভিযোগ করলেন যে আয়কর বিভাগ তাঁর মা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার স্ত্রী চেনাম্মার নাꦇমে একটি নোটিশ জারি করেছে। বেঙ্গালুরু থেক ১৮২ কিমি দূরে হাসানে বসবাসকারী রেভান্না এই নোটিশ প্রসঙ্ꦇগে পালটা চ্যালেঞ্জের সুরে বলেন, ‘তারা (আইটি) আমাদের নোটিশ জারি করুক। এখন, তারা আমার মাকে নোটিশ জারি করছে। আমার নামেও নোটিশ জারি করতে পারে তারা। আমরাও আইনি ভাবে এর জবাব দেব। আমরা আমাদের জমিতে আখ চাষ করছি। তারা এসে দেখে যেতে পারে।’
এদিকে এই ন🦄োটিশ জারি প্রসঙ্গে আয়কর বিভাগꦛ সংবাদমাধ্যমকে কোনও কিছু বলতে নারাজ। এই আবরে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা তোপ দেগেছে। এদিকে নোটিশ সম্পর্কে দেবেগৌড়ার অন্য ছেলে তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেন, ‘নোটিশ সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই তবে তারা যদি নোটিশ পাঠিয়ে থাকে তবে আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। আমাদের পরিবারের কার্যক্রম খোলা বইয়ের মতো। আমরা স্বচ্ছ থাকলে কেউ কিছু করতে পারবে না।’
উল্লেখ্য, জেডিএস কর্ণাটকের এমন একমাত্র দল যারা ভিন্ন সময়ে বিজেপি এবং কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে। এই আবহে জেডিএস-এর অভিযোগ, ত⛦াদেরকে শেষ করতে বিজেপি ও কংগ্রেস হাত মিলিয়েছে। এই প্রসঙ্গে কুমারস্বা👍মী বলেন, বিগত ৬০ বছরের রাজনৈতিক জীবনে দেবগৌড়া কখনও অর্থকে গুরুত্ব দেননি, আমরাও তা দেইনি।