গত বৃহস্পতিবার সিভিল জজ (সিনিয়র বিভাগ) রবি কুমার দিবাকর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। জ্ঞানবাপী মসজিদ পরিচালনাকারী আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমꦦিটির দায়ের করা আবেদনের প্রেক্ষিতে রায় দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছিলেন বিচারক। মসজিদ কমিটি আদালতের অ্যাডভোকেট কমিশনারকে অপসারণের দাবি তুলে এই আবেদন দায়ের করেছিল। এই আবহে নিজের রায়ে বিচারক রবি কুমার লেখেন, 'এই মামলা নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। এতটাই ভীতি সঞ্চার করা হয়েছে যে আমার পরিবার আমার সুরক্ষা নিয়ে চিন্তিত এবং আমি আমার পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত।'
বিচারক নিজের রায়ের দ্বিতীয় পাতায় লেখেন, 'এই কমিশনের কার্যক্রম (জরিপ পরিচালনার জন্য) একটি স্বাভাবিক প্রক্রিয়া। বেশিরভাগ সিভিল মামলার ক্ষেত্রেই এটি সাধারণত করা হয়ে থাকে। তবে কখনই কোর্টের কমিশনারকে প্রশ্ন করা হয়নি। একটি সাধারণ দেওয়ানি মামলাকে অত্যন্ত অস্বাভাবিক হিসেবে উপস্থাপন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভীতি এতটাই বেড়েছে যে আমার পরিবার সবসময় আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি যখন বাড়ির বাইরে থাকি তখন আমার স্ত্রী আমার নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। আমার মা আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যখন তিনি মিডিয়া রিপোর্ট থেকে জানতে পেরেছিলেন যে সম্ভবত আমিও কমিশনার হিসাবে ঘটনাস্থলে যাচ্ছি তখন তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি আমাকে কমিশনার হিসেবে ঘটনাস্থলে যেতে নিষেধ🦹 করেছিলেন। তিনি আরও বলেন, এটা আমার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।'
আরও পড়ুন: অবৈধ বাংলাদেশিদের আড্ডা কংগ্রেস 💧শাসিত রাজস্থান!💖 অভিযানে গ্রেফতার ২৯, পলাতক বহু
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বারাণসীর একটি আদালত নির্দেশ দেয় যাতে জ্ঞানবাপী মসজিদ সমীক্ষা শেষ করে সেই রিপোর্ট ১৭ মে-এর মধ্যে পেশ করা হয়। আদালত জেলা প্রশাসনকে অজুহাত দেখিয়ে সমীক্ষায় বিলম্ব না করার নির্দেশ দিয়েছে। এরপরই এই সমীক্ষা ঘিরে বিতর্ক আরও বেড়েছে। উল্লেখ্য, দিল্লির বাসিন্দা রাখি সিং, লক্ষ্মী দেবী, সীতা সাহু এবং অন্যান্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বারাণসী জেলা আদালতের নির্দেশে এই সমীক﷽্ষা চালানো হচ্ছে🦋।