বহু মানুষ এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ার আশঙ্কা। বিশেষ বৈঠকে জো বাইডেন। হারিকেনের তাণ্ডবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্লোরিডা। বহু জায়গায় এখনও জল। আক্রান্ত মানুষের কাছে পৌঁছনোই সম্ভꦕব হয়নি এখনও। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে প্র🦩েসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ফ্লোরিডার বিধ্বস্ত এলাকায় যেতে পারেন তিনি।
আবহাওয়া দফতরজানিয়েছে, হারিকেন আরও উত্তর দিকে সরে গেছে। ফলে ওই অঞ্চলেও বিপর্যয় হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সামলানোর জন্য সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতি💞বার ওয়াশিংটনে ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে বসেছিলেন বাইডেন।
গোটা পরিস্থিতির খবরাখবর নিয়েছেন তিনি। তারপ⭕রেই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। তবে কবে যাবেন, তা বলেননি বাইডেন। পুয়ের্টো রিকোতেও যাওয়ার কথা বলেছেন তিনি। ⭕সেখানেও গত সপ্তাহে ভয়াবহ হারিকেন হয়েছে।
ফ্লোরিডার বিষয়ে বাইডেন বলেছেন, এমন ভয়াবহ ঝড় ফ্লোরিডার ইতিহাসে এই প্রথম। মৃতের সংখ্যা ꦓকয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। আবহাওয়া দফতর জানিয়েছে, ৭০ কিলোমিটার বেগে🐟 হারিকেন ইয়ান এবার নর্থ ক্যারোলিনার দিকে এগোচ্ছে।
(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হ🥂িন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)