আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন⛎ সিইএও ছন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে গ্রেফকার করল সিবিআই। ২০১২ সালে এক ঋণ জালিয়াতি কাণ্ডে ছন্দা ও তাঁর স্বামীর বিরুদ্ধে ছিল অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই দুই হাইপ্রোফাইল ব্যক্তিত্বকে গ্রেফতার করেছে সিবিআই।
ঋণ অনুমোদনের ক্ষেত্রে জালিয়াতি, অনিয়মের অভিযোগ ছিল আইসিআইসিআইয়ের তৎকালীন সিইও ছন্দার বিরুদ্ধে। উল্লেখ্য, এই জালিয়াতি মামালয় ভিডিয়োকনের নাম জড়ায়। সংস্থার সিইও বেণুগোপাল ধুত, সমেত চন্দা কোচর, ও তাঁর স্বামীর বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল সিবিআই। এরপর নিউপাওয়ার রিনিউঅ্যবলস, সুপ্রিম এনার্জি, ভিডিয়োকন ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অপরাধমূলক ষড়যন্꧋ত্রেণর অভিযোগ রয়েছে এই সংস্থাগুলির বিরুদ্ধে। উল্লেখ্য, গোটা ঘটনার সূত্রপাত ভিডিয়োকনের একটি বিনিয়োগ ঘিরে। জানা যায়, ভিডিয়োকনের সিইও বেণুগোপাল ধুত নিউপাওয়ার রিনিউএবলসে কোটি টাকা বিনিয়োগ করেন যখন ভিডিয়োকন আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩,২৫০ কোটি টাকার ঋণ পায়।
দেশের অন্যতম হাইপ্রোফাইল মামলা হিসাবে বহু🦹দিন ধরেই পরিগণিত হচ্ছে, ছন্দা কোচরকে ঘিরে এই জালিয়াতির অভিযোগ। তাঁর ব🧸িরুদ্ধে একাধিক সংস্থায় ঋণ দেওয়ার সময় আইসিআইসিআই ব্যাঙ্ককে প্রতারণা করার অভিযোগ ওঠে। এক্ষেত্রে ছন্দার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।প্রসঙ্গত, ২০১৯ সালে সিবিআই এই মামলায় এফআইআর দায়ের করেন।