পাকিস্তানের নামি মিডিয়া সংস্থার মালিককে ‘ঘুষ’ হিসাবে সেদেশের পঞ্জাব প্রভিন্সের একটি এলাকার ‘জমি’ অবৈধভাবে দেওয়ার অভিযোগ ছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে। সদ্য সেই মামলা থেকে নওয়াজকে মুক্তি দি💯য়েছে পাকিস্তানেক কোর্ট। শাহবাজ শরিফের আওতাধীন সরকারের আমলে, ৩৭ বছর পুরনো ঘুষকাণ্ডে নওয়াজ শরিফের এই মামলা থেকে মুক্তি একটি বড় ঘটনা।
পাকিস্তানের মসনদে সবচেয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আসীন নেতা নওয়াজ শরিফ। দীর্ঘ ৯ বছর তিনি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদিতে। উল্লেখ্য, নওয়াজের ভাই শাহবাজ এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্♍রী। 'পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ' পার্টির সুপ্রিমো শাহবাজ শরিফ। তাঁর সরকার সদ্যই পাকিস্তানে রাজনীতিবিদদের ওপর জীবনভরের নিষেধাজ্ঞা লাগানো সংক্রান্ত আইনে এনেছে সংস্কার। বর্তমানে ৭৩ বছর বয়সী নওয়াজ শরিফ রয়েছেন নির্বাসনে। আর শনিবার পাকিস্তানের কোর্টের তরফে আসা ঘুষ মামলায় নওয়াজ রেহাই পেতেই, পাকিস্তানে আগামী সাধারণ নির্বাচনে তাঁর ভোটে লড়াই করার রাস্তা কার্যত পাকা হতে শুরু করল। আগামী বছরই তাঁর পার্টি পিএমএনএল-এন এর হয়ে তিনি পাকিস্তানের মাটিতে ভোটযুদ্ধে নামতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৮ সালে নওয়াজ শরিফ জড়িয়ে পড়েন পানামা পেপার্স সংক্রান্ত মামলায়। সেই সময় পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে জনতার মাঝে কোনও পদে থাকা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। ২০১⛄৯ সালে পাক সুপ্রিম কোর্ট তাঁকে ‘ডিসকোয়ালিফাই’ করে। এদিকে, পঞ্জাব প্রভিন্সে নওয়াজ যে মামলায় অভিযুক্ত ছিলেন, তা ছিল একটি জমি ঘুষ দেওয়ার অভিযোগ। পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সে ৬.৭৫ একর মূল্যবান জমি জিও মিডিয়ার কর্ণধার মীর শাকিল উর রেহমানকে ঘুষ হিসাবে দিয়েছিলেন বলে ছিল অভিযোগ। অভিযোগের জেরে মামলা যায় আদালতে। সেই ৩৭ বছর পুরনো মামলায় বড়সড় স্বস্তি পেলেন নওয়াজ।
পাকিস্তানে শাহবাজ শরিফ সরকারের আওতায় বেশ কিছু আইনে♌ সংস্কার এসেছে। ফলে বিধি বদল হয়েছে। তার জেরেই আইন সম্মতভাবে নওয়াজ এই ছাড় পেয়েছেন। নওয়াজের আইনজীবীর দাবি, কোনও গোপন অবিসন্ধির জেরে নওয়াজকে ফাঁসানো হচ্ছিল। এই মামলায় জিও মিডিয়ার প্রধান শাকিল উরকে মুক্তি দিয়েছে কোর্ট। এরপর এল নওয়াজের মুক্তির বার্তা।