উত্তরপ্রদেশের আলিগড় থেকে চার সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হল। উদ্ধার করা হয়েছে পেনড্র✨াইভ। উত্তরপ্রদেশের সন্ত্রাস-দমন শাখা সূত্রে খবর, ওই পেনড্রাইভে আইসিস ও আল কায়দার প্ররোচনামূলক বিভিন্ন তথ্য মিলেছে। ওই চারজনই আলিগড় 🎉মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা চালানোর ছক কষেছিল বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে।
উত্তরপ্রদেশের সন্ত্রাস-দমন শাখার (এটিএস) তরফে জানানো হয়েছে, যে চারজনকে আলিগড় থেকে গ্রেফতার করা হয়েছে, তারা হল রাকিব ইমাম আনসারি, নাভেদ সিদ্দিকি, মহম্মদ নোমান গফ্ফর এবং মহম্মদ নাজিমꦑ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বিটেক এবং এমটেক করেছিল ২৯ বছরের ইমাম। ওই বিশ্ববিদ্যালয় থেকেই বিএসসি অনার্স করেছে ২৩ বছরের নাভেদ। বিএস অনার্স করেছে নোমান (২৭)। আর ৩৩ বছরের মহম্মদও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিল।
এটিএস সূত্রে খবর, প্রত্যেকেই 'স😼্টুডেন্টস অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি' এবং জঙ্🙈গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত। যে সংগঠনের কয়েকজনের সঙ্গে আইসিসের যোগ ছিল। ওই সংগঠনের কয়েকজনের মগজধোলাই হয়েছে বলে উত্তরপ্রদেশের সন্ত্রাস-দমন শাখা সূত্রে খবর। এটিএস সূত্রের খবর, ধৃত চারজনের থেকে পেনড্রাইভ পাওয়া গিয়েছে। যে ড্রাইভে প্ররোচনামূলক বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশ ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, রাজ্যে জঙ্গ🍷ি হামলা চালানোর ছক তৈরি করা হচ্ছিল। সেজন্য আইসিসের হ্যান্ডলারদের থেকে বিভ✅িন্ন নির্দেশ আসছিল। সেই হ্যান্ডলাররা কোথা থেকে সেইসব সন্ত্রাসমূলক কার্যকলাপ চালাচ্ছিল, তা অবশ্য স্পষ্ট করেনি উত্তরপ্রদেশ পুলিশ। তিনি বলেন, 'ওরা বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করছিল এবং কোনও হামলার পরিকল্পনা করছিল।'
কিন্তু কীভাবে ওই চার সন্দেহভাজন জঙ্গির খোঁꦯজ মিলেছে? এটিএস সূত্রে খবর, গত ৬ নভেম্বর আর্সালান এবং তারিক নামে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। দু'দিন পরেই ওয়াজিহুদ্দিন নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করার সময়ই রাকিব, নাভেদ, নোমান এবং মহম্মদের না🎃ম উঠে আসে। বিষয়টি নিয়ে এটিএসের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন যে 'ওদের মডিউল কীভাবে কাজ চালাত এবং মডিউলের বিষয়ে বিস্তারিত জানতে ওই সাতজনকে একসঙ্গে জেরা করা হবে।'