মাধ😼্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বিরিয়ানি। বিনা পয়সায় থাকতে হচ্ছে হোটেলে। এমনই ঘটনা ঘটল কেরালায়ꦍ।
সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, কোঝিকোড়ের এক ব্যবসায়ী নিজের রিসর্টে মাধ্যমিক𓆉ে অনুত্তীর্ণদের থাকতে দেওয়ার পরিকল্পনা করেন। তিনি জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখেছেন যে কীভাবে উত্তীর্ণ পড়ুয়ারা আনন্দে মেতেছে। সোশ্যাল মিডিয়াায় পোস্ট করেছে। সেই পরিস্থিতিতে অনুত্তীর্ণ প্রার্থীদের মানসিক অবস্থা কীরকম থাকবে, তা অনুধাবন করেন ওই ব্যবসায়ী। তারপরই তামিলনাড়ুর পর্যটনকেন্দ্র কোড়াইকানালে ন🥃িজের রিসর্টে ওই পড়ুয়াদের বিনামূল্যে থাকার পরিকল্পনা করেন তিনি। জানান, মূলত আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের ফোন পেয়েছেন।
ওই ব্যবসায়ীর উদ্যোগ দেখে এগিয়ে আসেন আরও কয়েকজন। ওই প্রতিবেদন অনুযায়ী,, কোচির কাছে মুলানথুরুথির একটি দোকানের মালিক অনুত্তীর্ণ পড়ুয়াদের বিনামূল্যে বিরিয়ানি দেওয়ার বন্দোবস্ত করেছেন। আরও কয়েকটি দোকান অনুত্তীর্ণ পড়ুয়াদের বিনামূল্যে ব🍎িরিয়ানি দিচ্ছে। মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য তাদের বিনামূল্যে থাকার বন্দোবস্তও করা হয়েছে।
এমনিতে এবার কেরালার ৪.১৯ লাখ পড়ুয়া দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করেছে। অনুত্তীর্ণ হয়েছে ২,২৩৬ জন (০.৫৩ শতাংশ)। একেবারে সহজ মূল্যায়ন প্রক্রিয়া সত্ত্বেও কেন তারা উত্তীর্ণ হতে পারেনি, তা বিশ্লেষণ করে দেখার দাবি তোলা হয়েছে। তবে প্রাথমিকভাবে শিক্ষা মহলের ধারণা, ওই পড়ুয়ারা সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে আছে। তার জেরে পড়াশোনার সুযোগ সেভাবে মেলেনি। আবার অনুত্তীর্ণদের মধ্যে এমন পড়ুয়াও আছেন, যারা ঠিকমতো পড়াশোনা বুঝতে পারে না। কেরালার এক স্কুল ⛎শিক্ষক জানান, তাঁর স্কুলে যে দু'জন পড়ুয়া পাশ করতে পারেনি, তারা 'ল𝄹ার্নিং ডিসঅর্ডারে' ভুগছে।