সুদূর মেক্সিকো থেকে 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টারকে গ্রেফতার করে দেশে ফেরাল দিল্লি পুলিশ। এর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাহায্য নিয়েছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ধৃত গ্যাংস্টারের নাম দীপক বক্সার। দিল্লি পুলিশের স্পেশাল সেল দীপককে ধরতে মেক্সিকো গিয়েছিল। প্রসঙ্গত, এই প্রথম দেশের বাইরে থেকে কোনও অপরাধীকে ধরে নিয়ে দেশে ফেরাতে সক্ষম হল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, মেক্সিকো দিয়ে আমেরিকা অনুপ্রবেশের চেষ্টা করছিল দীপক। এই আবহে এফবিআই-এর সাহায্য মেক্সিকোতেই তাকে ধরে ফেলে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই বিদেশ থেকে দীপককে ধরে দেশে ফেরানো হল। (আরও পড়ুন: ডিএ প্রতিবাদে নয়া মোড়, হাই কোর্টে নতুন কর👍ে মামলা সরকারি কর্মীদের সংগঠনের)
জানা গিয়েছে, গত বছর নয়াদিল্লিতে রোহিণী আদালত চত্বরে জিতেন্দ্র গোগির হত্যার পর গোগি দলের নেতৃত্ব দিচ্ছিল দীপক বক্সার। ২০১৬ সালে বাহাদুরগড়ে দিল্লি পুলিশের হেফাজত থেকে গোগিকে পালাতেও সাহায্য করেছিল এই দী𓃲পক। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সঙ্গেও যুক্ত ছিল দীপক। জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে পলাতক ছিল দীপক। তার বিরুদ্ধে দু'টি খুনের মামলা রয়েছে। অবশেষে বিদেশ থেকে এই গ্যাংস্টারকে গ্রেফতার করা হল। এছাড়া আরও আটটি মামলায় অভিযুক্ত এই দীপক। তার মাথার দাম ৩ লাখ টাকা।
আরও পড়ুন: বৃহস্🦩পতিতে কর্মবিরতি ডিএ আন্দোলনকারীদের, 🤡ভোগান্তি পোহাতে হবে আম জনতাকে?
মুরাদাবাদের বাসিন্দা রবি আন্তিলের নামে ভুয়ো পাসপোর্ট ছিল দীপকের কাছে। সেই পাসপোর্টের দৌলতেই কলকাতা থেকে ܫমেক্সিকোর বিমানে চেপে বসেছিল দীপক বক্সার। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশ থেকে পালায় দীপক। আর এপ্রিলের প্রথম সপ্তাহেই তাকে দেশে ফেরাল দিল্লি পুলিশ। আজ সকাল ৬টার সময় দীপককে নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান। উল্লেখ্য, দীপক জানুয়ারিতে দেশ ছাড়লেও ফেব্রুয়ারিতে গিয়ে দিল্লি পুলিশ জানতে পারে সে কথা। এরপর গত ১৬ এপ্রিল থেকে দীপককে দেশে ফেরানোর তোড়জোর শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। প্রশাসন ও বিদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে একযোগে কাজ করে দিল্লি পুলিশ অবশেষে সাফল্য লাভ করে। জানা গিয়েছে, মেক্সিকোর কানকুন অঞ্চলে গা ঢাকা দিয়ে থাকছিল দীপক। এই আবহে দীপককে ধরতে মেক্সিকো সিটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসও তৎপর হয়। দিল্লি থেকে বেশ কিছু অভিজ্ঞ অফিসারও সেখানে যায় এবং এই অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন।