পাক অধিগৃহীত কাশ্মীরের গিলগিট বালটিস্তান প্রদেশে একেবারে ল෴ো প্রোফাইল সফর করেছিলেন মার্কিন দূত। এরপর ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি জানিয়েছেন, কাশ্মীর ইস্যু একমাত্🅘র দিল্লি ও ইসলামাবাদ মেটাতে পারবে।
পাকিস্তানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম গিলগিট-ব💟াল্টিস্তান প্রদেশে গিয়েছিলেন। একাধিক আধিকারিকের সঙ্গেও তিনি দেখা করেন। এক মন্ত্রী ও স্থানীয় বিধানসভার ডেপুটি স্পিকারꦫের সঙ্গেও দেখা করেন।
তবে গতবছরেও ব্ল🐎োম পাক অধিগৃহীত কাশ্মীরে গিয়েছি🉐লেন। সেটা নিয়ে ভারত প্রতিবাদ জানিয়েছিল। আজাদ জম্মু ও কাশ্মীর বলে বার বার উল্লেখ করা হয়েছিল বলে খবর।
এদিকে 🐷ব্লোমের এবারের সফর নিয়ে ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখুন এটা আমার জায়গা নয়। পাকিস্তানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত গিয়েছিলেন। কিন্তু আমি যেটা জানি তিনি আগেও সেখানে গিয়েছিলেন।
গারসেট্টি জ😼ানিয়েছেন, আমাদের মধ্য়ে কথা হতে পারে। কিন্তু এই ইস্যুটা( কাশ্মীর) ভারত আর পাকিস্তানের ব্যাপার। এর মধ্য়ে তৃতীয় পক🍷্ষের কোনও ব্যাপার নেই। এমনকী আমেরিকার ব্যাপারও নয়।
তবে ব্লোমের♓ এই সফর নিয়ে ভারতের পক্ষ থেকে𝕴ও কিছু বলা হয়নি।
এদিকে এই মাসের প্রথম দিকে ব্লোম দক্ষিণ পশ্চিম পাকিস্তানের গদরে গিয়েছিলেন। সেখানে গিয়ে পাক নেভি কমান্ডারের সঙ্গে তিনি কথা বলেন। এদিকে চিন-পাক অর্থনৈতিক করিডরের অংশ হল এই জায়গা। এদিকে ব্লোমের এই একের পর এক পরিদর্শন নিয়ে পাকিস্তানের অন্দরেও নানা কথা চলছে। স্থানীয় বিরোধী নেতা কাজিম মেসুম জানিয়েছিলেন, এটা রাষ্ট্রদূতের সন্দেহজনক ব্যাপার। রহস্যময় গতিবিধি। যেখানে সিপিইসি হবে সেই সব জায়গায় তিജনি যাচ্ছেন।
তবে ইসলামাবাদে থাকা মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনার জ꧙ন্য তিনি গিয়েছিলেন। পাকিস্তান সরকারের সঙ্গে সমণ্বয় রেখেই এটা হয়েছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী অবস্থান প্রসঙ্গেও গারসেট্টি জানিয়েছেন, অন্যদেশের ব্যাপারে বলার মতো অবস্থায় আমি নেই। এটা আমার ব্যাপারও ꧂নয়। গোয়েন্দা সংক্রান্ত ব্যাপার, ক্রিমিনাল জাস্টিস নিয়♏ে আমি কিছু বলি না।
💝আর সাধারণতন্ত্𝕴র দিবসে মার্কিন প্রেসিডেন্টকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আমন্ত্রণ করা হয়েছে। তবে এত আগে তাঁর সফরসূচি তৈরি হয় না। এনিয়ে কিছু বলতে পারব না।