Adani Foundation: চার বছরের একরত্তি মেয়ের পাশে দাঁড়ালেন গৌতম আদানি। জটিল হৃদরোগে আক্রান্ত মনꦓুশ্রীর অস্ত্রোপচারের খরচ বহনের আশ্বাস দিলেন এশিয়ার ধনীতম ব্যক্তি। মনুশ্রীর পরিবারের আর্তির খবর প🎉েয়েই সাহায্য করতে এগিয়ে আসেন তিনি।
লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (SGPGIMS)-এর চিকিত্সকরা মনুশ্রীর পরিবারকে এই হার্টের সমস্যার কথা জানান। তাঁরা বলেন, মনুশ্রীর জীবন রক্ষা করতে কার্ডিয়াক সার্জারি করাটা গুরুত্বপূর্ণ। এই অপারেশনের জন্য তাঁদের ১.২৫ লক্ষ টাকা খরচ হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আরও পড়ুন: এই সপ্তাহেই দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, বিপর্যস্ত হতে পারে কোন কোন পরিষেবা♋?
এদিকে সেই সামর্থ্য ছিল না আর্থিকভাবে পিছিয়ে পড়া মনুশ্রীর মা-বাবার। উপায়ান্তর না দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁরা সকলের কাছে সাহায্য প্রার্থনা করেন। সেই অনুরোধের খবর পৌঁছে যায় গৌতম আদানি♊ পর্যন্ত। তিনি সঙ্গে সঙ্গে ওই শিশুর চিকিত্সার খরচ বহনের দায়িত্ব নেন। এই বিষয়ে টুইট করেন তিনি।
টুইটে 🌊আদানি বলেন, 'মনুশ্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।' তিনি জানান, মনুশ্রীর পরিবারকে সবরকম সাহায্য করা হবে। শীঘ্রই স্কুলে ফিরবে সে। এর পরের দিনেই, আদানি ফাউন্ডেশনের আধিকারিকরা মনুশ্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের আশ্বস্ত করেন তাঁরা। এরপর তাঁদের তরফে লখনউয়ের ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।
আদানি ফাউন্ডেশন হল আদানি গ🐠োষ্ঠীর স্বেচ্ছাসেবী সংস্থা। এর অধীনে একাধিক স্কুল, স্বাস্থ্য পরিষেবা, গ্রামোন্নয়নের মতো সামাজিক কাজ করা হয়। আদানি গোষ্ঠীর সিএসআর অংশ এটি।
সম্প্রতি গুজরাটের মোরবি ব্রিজে নিহত ২০ শিশুর পরিবারের পাশে দাঁড়ায় আদানি গোষ্ঠী। জেলা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিবার-পিছু ২৫ লক্ষ টাকা সাহায্য তুলে দেওয়া হয়। আরও পড়ুন: NDTV Takeover by Adani: অধিগ্র𒈔হণের জন্য NDTV-র আরও ২৬% শেয়ার কেনার অফার দিতে পারবেন আদানি, মিলল SEBI-র অনুমোদন
চলতি বছর জুনে ৬০ বছর বয়সে পা দেন গৌতম আদানি। আর এই বিশেষ কারণে ৬০ হাজার কোটি টাকা দানের প্রত൩িশ্রুতি দিয়েছে আদানি পরিবার। সামাজিক কাজে এই বিপুল পরিমাণ টাকা খরচ করবে আদানি ফাউন্ডেশন। গৌতম আদানি জানান, দেশের গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পেশাভিত্তিক প্রশিক্ষণের প্রসারে এই টাকা খরচ করা হবে। এই বছর গৌতম আদানির বাবার জন্ম শতবার্ষিকী। সেই কারণেও সামাজিক কাজে সম্পদ ফিরিয়ে দিতে চা꧅ইছে আদানি