অক্ষয় তৃꦡতীয়ার আগেরদিন ভারতীয় বাজারে সস্তা হয়ে গেল সোনা। একধাক্কায় অনেকটাই কমল দাম। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১.৩৭ শতাংশ বা ৭০৯ টাকা কমে দাঁড়িয়েছে ৫১,০৪৫ টাকা। অনেকটা💟 কমেছে রুপোর দামও। এক কিলোগ্রাম রুপোর দাম ১.২৪ শতাংশ বা ৭৮৬ টাকা কমে ঠেকেছে ৬২,৭০০ টাকায়।
সোমবার বাজার খোলার সময় কলকাতায় সোনা এবং রুপোর দাম কত ছিল (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,৫৫০ টাকা।
• ২২ ক্যারাট, গ🔯য়না সোনা (১০ গ্রাম) – ৪৯,৮৫০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্𒉰রাম)🧸- ৫০,৬০০ টাকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬৪,১০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬৪,২০০ টাকা।
ভারত 𒀰এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোꦗজ দেখুন এখানে
অক্ষয় তৃতীয়া কবে এবং শুভ সময়?
♛বেণীমাধব শীলের বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৯ বৈশাখ অ🃏ক্ষয় তৃতীয়া পড়েছে। দেখে নিন, অক্ষয় তৃতীয়ার শুভ সময় -
১) সকাল ৮ টা ২২ মিনিট থেকে সকাল ১০ টা ১৪ মিনিট।
২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপুর ১ টা ১০ মিনিট।
৩) দুপুর ৩ টে ২৯ মিনিট থেকে বিকেল ৫ টা ১৩ মিনিট।
৪) রাত ৯ টা থেকে রাত ১১ টা ১১ মিনিট।