স্বাস্থ্য-সহ নির্দিౠষ্ট কিছু প্রয়োজনীয় ক্ষেত্রে বিদেশী নাগরিকদের ভিসা ও ভারত সফর সংক্রান্ত নিষেধাজ্ঞায় ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পড়ছেন বিজনেস ভিসার অধিকারী (ক্রীড়াক্ষেত্রে বি-৩ ভিসা ছাড়া) বিদেশি ব্যবসায়ী, যাঁরা নন-শিডিউলড বাণিজ্যিক অথবা চার্টার্ড বিমানে ভারতে পৌঁছবেন।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্༺ট্র মন্ত্রক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই তালিকায় রয়েছেন ভ💫ারতীয় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজে সফরকারী পেশাদার স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য গবেষক, ইঞ্জিনিয়র এবং প্রযুক্তিবিদ। এ দেশে তাঁদের কর্মক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত গবেষণাগার ও কারখানাও।
করোনা সংক্রমণ রোধের উদ্দেশে গত ২৫ মার্চꦡ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা হলে আন্তর্জাতিক বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞ❀া আরোপ করে ভারত সরকার। তারই জেরে ভিসা নীতিতেও কড়াকড়ি জারি হয়।
এ দিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র, স্বাস্থ্যপণ্য উৎপাদক সংস্থার কারখানা এবং গবেষণাগারে প্রচুর পরিমাণেไ বিদেশি যন্ত্রপাতি রয়েছে। সেগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বিদেশ থেকে প্রযুক্তিবিদ নিয়ে আসা জরুরি। লকডাউনের জেরে আন্তর্জাতিক উড়ান বন্ধ হওয়ায় তাঁদের ভারতে পৌঁছনোর পথ বন্ধ হয়েছে। ক൲িন্তু তাতে আখেরে সমস্যায় পড়েছে ভারতীয় স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।
এই অচলাবস্থা দূর করতেই আন্তর্জাতিক ভিসা নীতি শিথিল করার সিদ্ধান্ত ন🙈িয়েছে কেন্দ্রীয় প্রশাসন। তবে বলা হয়েছে, ভারতে সফর কতরতে হলে সংশ্লিষ্ট বিদেশি নাগরিককে তাঁর দেশের ভারতীয় হাইকমিশন ও পোস্ট থেকে নতুন বিজনেস ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসার জন্য আবেদন জানাতে হবে।
যে সমস্ত বিꦍদেশি নাগরিকের ভারতীয় হাইকমিশন বা দূতাবাস থেকে অনুমোদিত বৈধ দীর্ঘকালীন মাল্টিপল এন্ট্রি বিজনেস ভিসা রয়েছে💛 (ক্রীড়াক্ষেত্রে বি-৩ ভিসা ছাড়া) তাঁদের ভিসার পুনর্নবীকরণ করতে হবে। এই গোত্রের বিদেশি নাগরিকদের তাঁদের পুরনো বৈদ্যুতিন ভিসার মাধ্যমে সফর অনুমোদন করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।