ভারত থেকে চালান পৌঁছতেই বাংলাদেশের বাজারে ব্যাপক দাম কমল কাঁচ꧋া লঙ্কার। রবিবার 🐟থেকে সোমবারের মধ্যে কেজিপ্রতি ১০০০ টাকা কমেছে কাঁচা লঙ্কার দাম। রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ৬০ টন লঙ্কা ভারত থেকে বাংলাদেশে পৌঁছয়। এর পরই ধস নামে লঙ্কার দামে।
গত কয়েক♐ সপ্তাহে বাংলাদেশের বাজারে কাঁচা লঙ্কার দর আকাশ ছুঁয়েছিল। একদিকে টানা বৃষ্টির জেরে উৎপাদনে ঘাটতি, তার ওপর ধর্মীয় অনুষ্ঠানের জন্য লঙ্কার বিপুল চাহিদা। দু’য়ে মিলে সেদেশে লঙ্কার নাম কেজিপ্রতি ১০০০ টাকা ছাড়🎃ায়। রবিবারও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে কেজিপ্রতি ১২০০ টাকায় কাঁচা লঙ্কা বিক্রি হয়েছে।
এর পরই জানা যায় হিলি সীমান্ত দিয়ে ভোমরা স্থলবন্দরে পৌঁছেছে লঙ্কাভর্তি ৬টি ট্রাক। মোট ৬০ টন লঙ্কা আ🦩মদানি করা হয়েছে। এই খবর ছড়াতে কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশের বাজারে লঙ্কার দর লাফিয়ে পড়তে শুরু করে। সোমবার সকালে ঢাকা-সহ বিভিন্ন বাজারে কেজিপ্রতি কাঁচা লঙ্কার দর দাঁড়ায় ১০০ বাংলাদেশি টাকা। যা এক দিন আগেও ছিল কেজিপ্রতি ১২০০ বাংলাদেশি টাকা। এমনকী বিভিন্ন বাজারে একটি কাঁচꦛা লঙ্কা ১ টাকায় বিক্রি হয়েছে।