ইস্তফাপত্র থেকে ছুটির আবেদনপত্র, অভিনবত্বের জেরে নানা সময় খবরের শিরোনামে উঠে এসেছে। এবার মিতসি ইন্ডিয়া নামে একটি কোম্পানির ꧑চিফ ফিনান্সিয়াল অফিস⭕ারের ইস্তফাপত্র সামনে এসেছে। টাইপ করা নয়, হাতে লেখা সেই ইস্তফা পত্র। বাচ্চাদের খাতার পাতা ছিঁড়ে লেখা সেই ইস্তফাপত্র ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়।
একেবারে সংক্ষিপ্ত ইস্তফাপত্র দিয়েছেন রিঙ্কু পটেল। সেখানে তিনি লিখেছেন, শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি ব্যক্তিগত কারণে সিএফওর পদ থ♍েকে ইস্তফা দিতে চাইছি। আপনাদের সঙ্গে ✨কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।
মিন্টের রিপোর্ট বলছে ওই ইস্তফাপত্রটি গ্রহণ করা হয়েছিল। আগে 🍰এই কোম্পানির নাম ছিল ডেরা পেইন্টস অ্য়ান্ড কেমিক্যালস। বর্তমানে মিতসি ইন্ডিয়া নামে তারা পেপার, প্লাস্টিকের জিনিসপত্র তৈরি ক🍌রে। তবে সেই কোম্পানির সিএফওর এমন ইস্তফাপত্র দেখে হেসে ফেলেছেন অনেকেই। এক নেট নাগরিক লিখেছেন, বাচ্চার খাতা ছিঁড়ে লিখে ফেললেন ইস্তফাপত্র। প্রিন্ট করার জন্যও অপেক্ষা করলেন না।
অনেকেই এই ইস্তফাপত্র দেখে বেশ মজা পেয়েছেন। কারণ সাধারণত দেখা যায় যে কম্পিউটারে টাইপ করেই ইস্তফাপত্র দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা তেমন হয়নি। একেবারে কাগজে লিখে ইস্তফা দিয়েছেন খোদ সিএফও। সেটাও আবার বাচ্চার খাতার পাতা ছিঁড়ে লিখলেন ইস্তফাপত্র। এটা🗹 দেখে স্বাভাবিকভাবেই অবাক অনেকেই।