জ্বালানি তেলের ওপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ধার্য করা নিয়ে বড় মন্তব্য করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনতে প্রস্তুত। হরদীপ পুরী আরও বলেন যে রাজ্যগুলি যদি এই পদ🔜ক্ষেপে সম্মত হয় তবেই তা সম্ভব। যদিও তিনি ব্যক্ত করেন, এই সম্ভাবনা কম। তাঁর যুক্তি মদের মতো জ্বালানি থেকেও রাজ্যগুলি মোটা অঙ্কের রাজস্ব আদায় করে থাকে। সব পক্ষের যুক্তি দিয়েও হরদী෴প পুরী বলেন, ‘রাজ্যগুলি যদি পদক্ষেপ করে তাহলে আমরা (জ্বালানিকে জিএসটির আওতায় আনতে) প্রস্তুত।’
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, ‘পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার জন্য রাজ্যগুলিকে একমত হতে হবে। যদি রাজ্যগুলি পদক্ষেপ করে, আমরা প্রস্তুত। আমরা এই বিষয়ে সব সময়ই প্রস্তুত ছিলাম। আমি এটাই জানি। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা যায় তা অন্য ইস্যু। সেই প্রশ্নটার জবাব অর্থমন্ত্রী জানাতে পারবেন।’ হরদীর আরও বলেন, ‘এটা বোঝা কঠিন নয়, তারা (রাজ্য) এর থেকে রাজস্ব পায়। যে রাজস্ব পাচ্ছে, সে তা ছাড়বেন কেন? মদ এবং জ্বালানি, এই দুটি জিনিস থেকে রাজস্ব পায় রাজ্যগুলি। তবে কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বিষয় নিয়ে চিন্তিಌত।’
এদিকে পেট্রোল এবং ডিজেলের দাম ব🌼ৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে হরদীপ পুরী বলেন, ভারতে গত এক বছরে জ্বালানি তেলের দামের বৃদ্ধি সর্বনিম্ন স্তরে থেকেছে। তিনি বলেন, ‘আমি আপনার প্রশ্ন শুনে বিস্মিত। অনেকে তো মজার ছলে আমাকে এও জিজ্ঞাসা করছে যে আবার কবে জ্বালানির দাম বাড়বে। উত্তর আমেরিকায় জ্বালানির দাম এক বছরে ৪৩ শতাংশ বেড়েছে। কিন্তু ভারতে তা মাত্র দুই শতাংশ বেড়েছে। পৃথিবীর কোথাও যদি কোনও উজ্জ্বল জায়গা থাকে, তা হল ভারত। এটা আমি বলছি না, এটা মরগান স্ট্যানলি বলছএ। এই কথা জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকও।’