আবারও চর্চায় নিহত হেজবোল্লা প্রধান হাসান নাসারুল্লাহ। জঙ্গি গোষ্ঠীর সদস্যদের 'জিহাদ চাল🍰িয়ে যেতে উদ্বুদ্ধ' করতে ফের নাসারুল্লাহরই আশ্রয় নিল 🐻হেজবোল্লা শীর্ষ নেতৃত্ব।
রবিবার তাদের তরফ থেকে একটি রেকর্ড করা ভাষণ প্রকাশ করা হয়। যജা নিহত হেজবোল্লা প্রধান হাসান নাসারুল্লাহর বলেই দাবি করা হচ্ছে। সেই অডিয়ো বার্তায়, হাসান নাসারুল্লাহকে হেজবোল্লা জঙ্গি ও তাঁর অনুগামীদের উদ্দেশে বলতে শোনা যায়, 'এই পবিত্র ভূমি রক্ষা কর'!
প্রসঙ্🐟গত, গত মাসে ইজারায়েলি সেনার অভিযানে গোপন আস্তানায় থাকাকালীনই প꧒্রাণ যায় জঙ্গি নেতা হাসান নাসারুল্লাহের।
ওয়াকিবহালের ব্যাখ্য়া, হেজবোল্লা নেতার মৃত্যুতে যাতে ওই জঙ্গি গোষ্ঠীর বাকি সদস্যদের মনোবল ভেঙে না যায়, তা নিশ্চিত করতেই নাসারুল্লাহের রেকর্ড করা বার্তা কাজে লাগানো হচ্ছে। অনুমান করা হচ্ছে, এই গলা শুনে আবেগের বশবর্তী হয়ে ধ্বংসলীল🥂া চালিয়ে যাবে হেজবোল্লা জঙ্গি ও নাসারুল্লাহর অনুগামী❀রা।
সংশ্লিষ্ট অডিয়ো রেকর্ডিংয়ে হাসান নাসারুল্লাহকে বলতে শোনা গিয়েছে, 'আমরা তোমাদের উপরেই নির্ভর করি...ཧ তোমাদের আপনজন, তোমাদের পর♓িবার, তোমাদের দেশ, তোমাদের আদর্শ এবং তোমাদের সম্মান রক্ষা করতে।'
সূত্রের খবর, হাসান নাসারুল্লাহর এই অডিয়ো বার্তাটি রেকর্ড করা হয়েছিল তাঁর একটি ভাষণেꦐর সময়। ইরানের মদতপুষ্ট একদল👍 যোদ্ধাকে রণকৌশলের পাঠ দেওয়ার সময় এই ভাষণ দিয়েছিলেন তিনি।
এদিকে, ইজরায়েল এবং হেজবোল্লার মধ্যে সংঘর্ষ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। রবিবꦐারও ইজরায়েলের উপর ড্রোন হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রের দাবি, ওই দিন উত্তর ইজরায়েলের বসত এলাকা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। তাতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিনিয়ামিনা শহরে। এন১২ নিউজেরꦅ তরফে এই খবর সম্প্রচার করা হয়েছে।
ইজরায়েলি অ্য়াম্বুল্যান্স পরিষেবার দায়িত্বে থাকা প্রধান আধিকারিꦛক জানিয়েছেন, রবিবারের এই হামলায় যে ক'জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজনের আঘাত যথেষ্ট গুরুতর।
অন্যদিকে, ইজরায়♈🥂েল বনাম হেজবোল্লা ও তাদের সহযোগীদের মধ্যে চলা এই যুদ্ধ নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।
হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু ইজরায়েলের উপর ইরানের পক্﷽ষ থেকে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, তাই আমেরিকা 'বন্ধু' ইজরায়েলকে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাপনা সরবরাহ করবে।
সেই ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তা নিশ্চিত করতে আমেরিকা থেকে ইজরায়েলে প্রশিক্ষিত মার্কিন বাহিনীও পাঠানো হবে। আমেরিকার বক্তব্য, আকাশ প🦂থে ইজরায়েলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতেই তাদের এই পদক্ষেপ।