হিন্দু ও হিন্দুত্ব নিয়ে ফের জোরালো সওয়াল উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের। তিনি জানিয়েছেন, হিন্দু পরিচয়টা কোনও ধর্ম বা সম্প্রদায় বিশেষে নয়। এটা একটা সাংস্কৃতিক শব্দ। ভারত হিন্দু রাষ্ট্র। এটি হিন্দু দেশ। কারণ ভারতের স🌌মস্ত নাগরিকই হিন্দু। একটি বেসরকারি সংবাদমাধ্যমের ইন্টারভিউতে তিনি একথা জানিয়েছেন। হিন্দু ধর্মের এক অন্যরকম সংজ্ঞা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত থেকে কেউ যখন হজ করতে যান সেখানে তাঁকে হিন্দু বলে উল্লেখ করা হয়। সেখানে কেউ তাঁকে হাজি বলে মনে করেন না। কেউ তাঁকে ইসলাম বলে মেনে নেন না। সেখানে তিনি হিন্দু বলেই পরিচিত। স❀েইদিক থেকে ভারত একটি হিন্দু রাষ্ট্র। কারণ সেই দেশের সবাই হিন্দু।
তিনি বলেন, যারা ভারতে জন্মেছেন তারা সবাই হিন্দু। কেউ যদি তাদের পরিচꦜিಌতিকে এই আলোয় দেখতে চান তবে তাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
আদিত্যনাথ বলেন, যদি হিন্দুকে আমরা ধর্মের দিক থেকে দেখি , বিশ্☂বাস বা সম্প্রদায়ের দিক থেকে দেখি তবে হিন্দুদের বুঝতে আমাদের সমস্য়া হবে। তবে প্রতি ভারতীয়র সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা থাকা দরকার।
তিনি বলেন, অখণ্ড ভারতে🍬র ভাবনা একদিন বাস্তব হবেই। তখন পাকিস্তানও ভারতের সঙ্গে মিশে যাবে।
তাঁর মতে,প্রতিবেশি আফগানিস্তান, বাং꧒লাদেশ, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, 🦩নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা একদিন ভারতের অংশ হবে।
আদিত্যনাথ জানিয়েছেন, আধ্য়াত্মিক জগতে পাকিস্তানের কোনও বাস্তবতা নেই। যে দেশের বাস্তবে কোনও স্থান নেই, সেক্ষেত্রে সেই দেশ বেশিদিন থাকবে না। যতদিন এটা থাকবে ততদিনꦕ পৃথিবীর কাছে এটা বো🗹ঝা হয়ে থাকবে।ওরা ওদের নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে মিশে যাবে।
এভাবেই হিন্দুত্ব নিয়ে সꦺওয়াল করেছেন। পাশাপাশি পাকিস্তান꧟কে নিশানা করেও তির ছুঁড়েছেন তিনি.। এই দেশের প্রতি নাগরিকই হিন্দু বলে দাবি করেছেন তিনি। তবে ফের এই মন্তব্য়কে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এভাবেই হিন্দু ধর্মকে তুলে ধরেছেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউন🌄লোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4ไaup