হোলিতে যোগীরাজ্যে অপ্রীতিকর ঘটনা। উত্তরপ্রদেশের বিজনোরে দুই মুসলিম তরুণীর ওপরে জোর করে হোলি রঙ দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন বাইকারকে থামাচ্ছে বেশ কয়েকজন যুবক। তারপরে পিলিয়ন আরোহীদের উপর জোরপূর্বক হোলির রঙ প্রয়োগ করে তারা। এরপরই বিজনোর পুলিশ এই ঘটনায় পদক্ষেপ করে। হোলি উদযাপনের নামে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একজনকে গ্রেফতার করা হয়। এদিকে সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও চিহ্নিত করার কাজ চালাচ্ছে পুলিশ। এই আবহে সেই ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা অন্য তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। (আরও পড়ুন: 'আমরাই তো প্রশাসন চালাতাম ও🔥খানে', জয়শংকরের তোপের পর অরুণাচল নিয়ে 'গল্প' চিনের)
আরও পড়ুন: পাসপোর্ট বিধি ও নাগরিকত্ব আইনে 'সংঘাত' লাগলে কোনটি প্🔯রাধান্য পাবে? যা বলল ✨আদালত
রিপোর্ট অনুযায়ী এই ঘটনাটি গত শনিবার ঘটেছিল। বেলার দিকে এক পুরুষ ও দুই নারী ওষুধের দোকানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। দাবি করা হয়, বাই আরোহীদের আপত্তি সত্ত্বেও অজানা তিন-চারজন লোক তাদের গায়ে হোলির রঙ লাগিয়ে দেয়। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, যুবকরা বাইক থামাতেই দুই তরুণীর একজন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর বাইকচালক যুবককে রঙে রাঙিয়ে দেওয়া হয়। পরে সেই দুই তরুণীর ওপরে বালতি ভরে জল ঢালা হয়। সেই যুবকা 'হরহর মহাদেব', 'জয় শ্রী রাম', 'হোলি হ্যাঁ' ধ্বনি তুলতে থাকেন সেই সময়। (আরও পড়ুন: জেলে 'চিন্তিত' কেজরি, AAP-এর প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরা🃏ও কর্মসূচিতে সরগরম দিল্লি)
আরও পড়ুন: মোদীর কানে পৌঁছেছে সুকাꩵন্তর অনুরোধ? উত্তরবঙ্গে এইমসের দাবিতে রাস্তা𝄹য় বাংলা পক্ষ
পরে সেই ভাইরাল ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী স্বরা ভাস্কর লেখেন, 'এটা অপরাধমূলক শারীরিক হেনস্থা। এটা ঠিক নয়। এটা খুবই লজ্জাজনক। হিন্দুদের উৎসব কি এই ধরনের দুষ্𓃲কৃতীদের যা খুশি তাই করতে দেয়। এদের ওপরে তো দেশের সর্বোচ্ছ ক্ষমতাসীন ব্যক্তিদের আশীর্বাদের হাত রয়েছে। কিন্তু এটাই কি আপনাদের মানায়?' পোস্টে তিনি প্রধানমন্ত্রী মোদী, যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করেন। পরে বিজনোর পুলিশের প্রধান নীরজ জাদাউ বলেন, 'হোলি একটি পবিত্র উৎসব। এখানে হেনস্থার কোনও স্থান নেই। কেউ কারও গায়ে জোর করে রঙ লাগাতে পারে না। যারা💙ই আইন ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।'