বাংলা নিউজ > ঘরে বাইরে > জাল পাসপোর্ট- ৫ মহাদেশ ঘুরে US-তে যাওয়ার 'গেম' বাংলাদেশিদের, আছে পাকিস্তানি যোগও

জাল পাসপোর্ট- ৫ মহাদেশ ঘুরে US-তে যাওয়ার 'গেম' বাংলাদেশিদের, আছে পাকিস্তানি যোগও

(ছবি সৌজন্যে মহম্মদ কামারুজ্জামান/ডয়চে ভেলে)

দুবাই হয়ে আফ্রিকার কোনও একটি দেশ৷ সেখান থেকে ইউরোপ হয়ে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, তারপর সাত-আটটি দেশ পাড়ি দিয়ে চূড়ান্ত গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র৷ ২০ থেকে ৪০ লাখ টাকা খরচ করে এমন দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে নিচ্ছেন বাংলাদেশিরা৷

যাত্রা শুরু বাংলাদেশে৷ তারপর দুবাই হয়ে আফ্রিকার কোনও একটি দেশ৷ সেখান থেকে ইউরোপ হয়ে দক্🌄ষিণ আমেরিকার ব্রাজ🌞িল, তারপর সাত-আটটি দেশ পাড়ি দিয়ে চূড়ান্ত গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র৷

২০ থেকে ৪০ লাখ টাকা খরচ করে এমন꧋ দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে নিচ্ছেন বাংলাদেশিরা৷

এই যাত্রায় পাঁচ মহাদেশজুড়ে রয়েছে ম꧅ানবপাচাকারীদের নেটওয়ার্ক৷ এই নেটওয়ার্কে দক্ষিণ এশিয়ার নানা দেশের নাগরিকদের পাশাপাশি যেসব দেশে অভিবাসীদের রাখা হয়, সেখানকার স্থানীয় বাসিন্দাদের অনেকেও জড়িত বলে অভিযোগ পাওয়া গিয়েছে৷

পশ্চিম 💟আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে ভুয়ো পাসপোর্টে ব্রাজিল যাওয়ার সময় এপ্রিলে নেদারল্যান্ডসে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন দুই বাংলাদেশি৷ এর আগে আরও কয়েকজনের আশ্রয় আবেদন বাতিল করে গাম্বিয়ায় ফেরত পাঠিয়েছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ৷ পশ্চিম আফ্রিকার অপর একটি দেশ ঘানা থেকেও ইনফোমাইগ্রেন্টসের সঙ্গে যোগাযোগ করেছেন অনেক বাংলাদেশি অভিবাসী৷

মূল ট্রানজিট দুবাই

বাংলাদেশ থেকে এই পথে পাড়ꦍি জমানো অভিবাসীদের প্রথম গ🌠ন্তব্য সংযুক্ত আরব আমিরশাহির শহর দুবাই৷

পর্যটন বা ট্রানজিট ভিসার ক্ষেত্রে অনেকটাই শিথিলতা দেখায় সেখানকার কর্তৃ෴পক্ষ৷ বিমানের টিকিট, হোটেল বুকিং, অন্য কোনও দেশে ভরতি হতে চাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ভরতির অনুমোদনপত্র-সহ বিভিন্নﷺ নথি দেখিয়ে সহজেই পাওয়া যায় আরব আমিরশাহির ভিসা৷

দুবাই এবং বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কীভাবে ‘কন্ট্রাক্টের' মাধ্যমে অভিবাসীদের নির্বিঘ্নে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তা সাﷺইপ্রাসে এসে আটকা পড়া অনেক বাংলাদেশি অভিবাসী এবং তাদের এজেন্টর💦াও ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন৷

বাংলা𓆏দেশ থেকে ২০২২ সালে দুবাইয়ে পৌঁছান লিটন* ও জামান*৷ বর্তমানে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে এক꧙ শরণার্থী ক্যাম্পের বাসিন্দা তাঁরা৷ সেখানেই তাঁরা এই প্রতিবেদকের সঙ্গে দেখা করে নিজেদের যাত্রার বিস্তারিত তুলে ধরেন৷

লিটন জানান, তিনি মূলত ব্রꦬাজিল যাওয়ার জন্য বাংলাদেশি এজেন্টকে প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকা দিয়েছিলেন৷ সেই এজেন্টই তাঁকে শুরুতে দুবাই আসার ব্যবস্থা করে দেন৷ তিনি বলেন, ‘আমি নোয়াখালি থেকে ঢাকা এসেছি৷ এখানে আসার পরে আমি দালাল ধরেছি আমাকে ব্রাজিল পৌঁছে দেওয়ার জন্য৷ পরবর্তীতে আমি ওদেরকে পাসপোর্ট দিই৷ কয়েকদিন 🐠পর তাঁরা আমাকে জানিয়েছে আপনার ভিসা হয়ে গিয়েছে, আপনাকে দুবাই পাঠানো হবে৷"

কাকে কীভাবে কোন রুটে পাঠানো হবে, সেটি মূলত দুবাই থে🦹কেই নির্ধারণ করা হয়৷ লিটন এবং জামানকে🍷 যেমন গাম্বিয়ায় পাঠানো হয়েছিল৷ অনেককে ভিন্ন রুটেও পাঠানো হয়৷

জামান বলেন, ‘আমি জানতাম🦩 না আমাকে কোনদিক দিয়ে পাঠানো হবে৷আমার প্রসেসিংটা যেভাবে করলে ভালো হবে, সেটাই তারা (দালাল) করেছে৷ আমি আফ্রিকা দিয়ে এসেছি, অনেকে সরাসরি দুবাই থেকেই আসে, যখন যেদিকে সুবি🏅ধা হয়৷’

আগাম ভিসা নেওয়া না থাকলে দুবাই থেকে ইউরোপের কোনও দেশে বৈধ উপায়💝ে প্রবেশ করা প্রায় অসম্ভব৷ ফলে দালালরা বেছে নেন𒁃 অন্য এক উপায়- ভুয়ো পাসপোর্ট৷

আফ্রিকায় অবস্থান, ভুয়ো পাসপোর্টে ইউরোপে ট্রানজিট

দুবাইয়ে ২২-২৩ দিন রাখার পর ই-ভিসা করে লিটনকে নিয়ে আসা হয় গাম্বিয়া৷ প্রায় এক বছর তিনি পশ্চিম আফ্রিকার দেশটিতেই অবস্থান করেন৷ সেখানেই পাকিস্তানের এক নাগরিকের মাধ্যমে ইন্দোনেশিয়ার জাল পাসপোর্ট তৈরি করানো হয়৷ ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য ব্রাজিলে রয়েছে ভিসামুক্ত প্রবেশের অনুমতি৷ 🔥আর সে সুযোগকেই কাজে লাগাতে চান অভিবাসীরা৷

কিন্তু এই প্রচেষ্টা অনেক ক্ষেত্রেই সফল হয় না৷ হয়নি লিটন আর জামানের ক্ষেত্রেও৷ ১৯ এপ্রিল নেদারল্যান্ডসে এসে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা৷ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নে যাত্রা করা এই অভিবাসীদের আশ্রয় এখন আ🦩মস্টারড𓆉ামের একটি শরণার্থী শিবিরে৷

ভুয়ো পাসপোর্ট দিয়ে ব্রাজিল যাওয়ার সময় নেদারল্যান্ডসে ইমি🥂গ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা এটিই প্রথম নয়৷ দেশটির ইমিগ্রেশন পুলিশের কাছে এই বিষয়ে ইনফোমাইগ্রেন্টসের পক্ষ থেকে পরিসংখ্যান জানতে চাইলেও তার উত্তর এখনও মেলেনি৷ তবে অভিবাসীদের সূত্রে অন্তত আরও দুই বাংলাদেশির আটক হওয়ার তথ্য জানা গিয়েছে৷ এর মধ্যে একজনের আশ্রয় আবেদন বাতিল হওয়ার পর তাকে ফেরত পাঠানো হয়েছে গাম্বিয়ায়, অন্যজনকেও দ্রুত ফেরত পাঠানো হতে পারে৷

আন্তর্জাতিক আইন এবং ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন অনুসারে পাসপোর্ট না থাকলে বা ভুয়ো পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়ে কেউ কোনও দেশে প্রবেশ করলেও তার আশ্রয় আবেদনের সুযোগ থাকে। ফলে আবেদনের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আশ্রয় দেওয়ার ব♓াধ্যবাধকতা রয়েছে কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর।

লিটন জানান, বিমানবন্দরে তাদের ভুয়ো পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার অপরাধে দুই মাসের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছিলেন ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে তাঁকে এবং জামানকে প্রায় দুই সপ্তাহ নেদারল্যান্ডไসের একটি আটককেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে বেশ কয়েকবার তাঁদের পরিচয় এবং সে দেশে আসার কারণ সম্পর্কে প্রশ্ন করা হয়। পরবর্তীতে লিটন এবং জামান নেদারল্যান্ডসেই রাজনৈতিক আশ্রয় আবেদনের সুযোগ চাইলে তাঁদের পাঠানো হয় উন্মুক্ত আশ্রয়♔ কেন্দ্রে। এখন তাঁরা চাইলেই কেন্দ্রের বাইরে বিনা বাধায় চলাফেরাও করতে পারেন।

একই রুটে আসার অপেক্ষায় পশ্চিম আফ্রিকার অপর একটি দেশ ঘানায় রয়েছেন অর্ধশতাধিক বাংলাদেশি৷ একাধিক বাংলাদেশি অভিবাসী দেশটির রাজধানী আক্রা থেকে যোগাযোগ করেছেন ইনফোমাইগ্রেন্টসের সঙ্গে৷ তেমনই একজন রিমন*৷ এই অভিবাসী জানিয়েছেন, ‘বাংলাদেশের এক ভাইয়ের মাধ্যমে আমি দুবাই থেকে এই ঘানাতে আসি৷ আমি যেখানে থাকি, সেখানে সে আরওඣ কিছু লোক বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এবং আমাদের সবার কাছ থেকে ইউরোপ আমেরিকা ভিসা করে দিবে বলে ১৫-১৮ লক্ষ করে টাকা নিয়েছে৷ সে বর্তমানে সবার টাকা ফেরত না দিয়ে ঘানা ছেড়ে ইউরোপ পালিয়ে গিয়েছে৷’

তার পরিচিত অন্তত ৫৫ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে আক্রায় অবস্থান করছেন বলে জান𒀰িয়েছেন রিমন৷

শাহেদ* নামে অপর এক অভিবাসী জানিয়েছেন, ‘আমি বর্তমানে ঘানাতে আছি ভাই৷ আমিও আমেরিকায় যাওয়ার জন্য এসেছি৷ দালালে 🌞আমাকে নিয়ে এসেছে। এখানে এসেছি চার পাঁচ ജমাস হয়েছে এখনও কিছুই করতে পারিনি৷’

শাহেদও অন্যদের মতোই প্রথমে দুবাই আসেন৷ সেখানে ২০ দিন থেকে ই-ভিসা নিয়ে চলে আসেন ঘানা৷ তি𓃲নি বলেন, ‘এখানে অনেক বাঙালিকে এনে রেখেছে দালাল, দালালে এক একজনের কাছ থেকে ২০-২৫ লক্ষ টাকা নিয়েছে ফ্লাইট করাবে বলে, এখানে অনেকেই এসেছে দেড় বছর হয়ে গিয়েছে৷ যাদের ফ্লাইট করানো হয় নেই, তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে৷ তাঁদের পাসপোর্ট দালালের হাতে। দালাল বলেছে, এখন এই রোড বন্ধ হয়ে আছে। চালু হলে তোমাদের ফ্লাইট করানো হবে৷ꦏ’

ভুয়ো পাসপোর্ট তৈরি এবং ফ্লাইট বুক করার জন্য সময় লাগে অনেক৷ কাউক🏅ে কাউকে অপেক্ষা করতে হয় এক বছরেরও বেশি৷ এই সময়ে আফ্রিকার দেশগুলিতে ব্যবসার কথা বলে দালালরাই অভিবাসীদের বসবাসের অনুমতি জোগাড় করে দেন৷ কিন্তু অনেক ক্ষেত্রেই আফ্রিকার থাকার পুরোটা সময় খাওয়া এবং থাকার খরচ অভিবাসীদের আনতে হয় দেশ থেকেই৷

অপেক্ষায় থাকতে থাকতে অনেকেই এরই মধ্যে হতাশ হয়ে ফিরে গিয়েছেন দেশে৷ কিন্তু তাঁদের কাউকেই আর টাকা ফেরত 📖দেওয়া হয়নি৷

আরও পড়ুন: Bangladesh on Mural in India's New Parliament: নয়া সংসদ ভবনের দে💫ওয়🎉ালে খচিত 'অখণ্ড ভারত', জবাবদিহি চাইবে বাংলাদেশ

ইনফোমাইগ্রেন্টস🔯কে শাহেদ জানিয়েছেন, ‘থাকা খাওয়ার খরচ বাড়ি থেকে এনে চলতে হয়৷ আমরা বাড়ি থেকে খুব কম বের হই৷🏅 এখানে বাড়ি ভাড়া করে থাকি৷ আমরা নয় জনের মত আছি, আরও ছিল প্রায় ৩০ জনের মতো৷ ওরা দেশে চলে গেছে৷ তাদেরকে দালাল এক টাকাও ফেরত দেয়নি৷’

বৈধ অভিবাসনে বাধা

আফ্রিকা ও লাতিন আমেরিকা হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য নানা ধাপে বাংলাদেশি অভিবাসীদের অন্তত ২০ থেকে ৪০ লাখ টাকা পর꧂্যন্ত খরচ হয়৷ এই বিপুল পরিমাণ অর্থ কেউ সংগ্রহ করেন ভিটেমাটি বন্ধক বা বিক্রি করে, কেউ নানা জনের কাছ থেকে ধার করে৷

স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, এই পর🌸িমাণ অর্থ খরচ করে দেশেও কিছু করা সম্ভব ছিল কিনা। অনেকে মনে করেন☂ এই টাকা থাকলে সহজে ইউরোপ-আমেরিকার নানা দেশের ভিসা বৈধভাবেই জোগাড় করাও সম্ভব৷

কিন্তু অনিয়মিত পথে রওনা হওয়া অভিবাসনপ্রত্যাশীরা তা মানতে নারাজ৷ তাঁদের অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন৷ নিজেকে বিএনপির কর্মী দাবি করে জামান বলেন, তাঁর নামেও দেশে ভুুয়ো মামলা রয়েছে। তিনি বলেন, ‘বিভিন্নভাবে পুলিশি হয়রানি তো রয়েছেই, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও অরাজক পরিস্꧃থিতি তৈরি করে রেখেছে। আমি হয়ত সরকারি দলের কর্মী নয়৷ কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসাবে যে কোনও দলকে সমর্থন করার অধিকার আমার রয়েছে৷ কিন্তু সেটা তারা নেগেটিভভাবে নেয়৷’

অন্যদিকে, দুবাইয়ে ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও যেভাবে সহজে ভিসা পাওয়া যায়ꦿ, ইউরোপ বা আমেরিকার ক্ষেত্রে তা প্রায় অ♎সম্ভব৷ আর সে সুযোগই নানাভাবে দালালরা কাজে লাগান বলে অভিযোগ পাওয়া গিয়েছে৷

কিছু জানে না বাংলাদেশ দূতাবাস

অভিবাসনের জন্য ব্রাজিলকে বেছে নেওয়ার কারণ হিসেবে অভিবাসীরা জানিয়েছেন, দেশটিতে এরই মধ্যে অনেক বাংলাদেশি বসবাস করছেন। লিটন বলেন, ‘ব্রাজিলে আমাদের সহজেই থাকতে দেয়৷ সেখানে ঢোকাটাও সহজ৷ আমাদের আশেপাশের অনেক মানুষই এভাবে ওখানে🥂 গিয়ে থাকছে৷'

আরও পড়ুন: Bakri Eid 2023 Date India and Bangladesh: ভারতে কবে বকরি ইদ হবে? চাঁদ কবে দেখা যাবে? বাংলাদেশে কোরবানি ইদের🍰 তারিখ জানেন?

অনিয়মিত অভিবাসন বিষয়ে জানতে চেয়ে ব্রাজꦆিলে বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রাষ্ট্রদূত। ইনফোমাইগ্রেন্টসকে পাঠানো একটি ফিরতি ইমেলে দূত𓆏াবাস জানিয়েছে, ‘আপনার ইমেলে পাঠানো বিষয়বস্তু (বাংলাদেশ থেকে ব্রাজিলে অনিয়মিত অভিবাসন) সম্পর্কে কোনও তথ্য দূতাবাসের কাছে নেই।’

* ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে অভিবা🌼সীদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিব🦋েদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কো𓆏নও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

মা ডাকতে নারাজ! শুভশ🎃্রী বলছেন ‘মাম্মা’, ইয়ালিনি বলল…! কার নাম আগে নিল রাজ-কন্যা বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে ‘শাকালাক♌া বুমবুম’ খ্যꦿাত কিংশুক বৈদ্য, রইল ভিডিয়ো 'কালো অক্ষরে লেখ🎐া থাকবে তাঁর নাম',প্রাক্তন CJI চন্দ্র✱চূড়কে আক্রমণ উদ্ধব শিবিরের গাড়ি বাজানো থেকে ছুটি পুলিশের, জেলে বসেই শুন🍰ানিতে অংশগ্রহণ করবে RG Karএর আসামী ৩৯৪টি ইঞ্জেকশন, আইভিএফ! ২১ বছরের বড় অগ্নিদেবে🧸র সন্তানের মা হতে যা করেন সুদীপা স্টার্ক থেকে যুবরাজ, IPL নিলামের ইতিহাসে সব থেকে দামি 🔥১০ জন ক্রিকেটারের তালিকা শুক্🌃রের কৃপায় বিদেশ যাত্রার সুযোগ! হাতে গোনা ক'দিন প꧃র থেকেই লাকি ধনু সহ বহু রাশি ‘অনেক পিছিয়ে আমরা, পিচও খেলা দেখাচ্ছে’, ভারতের দাপটে স্মꦜিথের গলায় ধরা পড়ল ভয়! ১২ বছরের বিবাহব🉐ার্ষিকীতে স্ত্রী তনায়াকে আগলে রেখে কালীঘাটে পুজ♕ো দিলেন সোহম মহারাষ্ট্রে জয়ী ২১ মহিলা প্রার্থী, বিজেপি থেকেই জিতেছেন💜 ১৪ জন🐎, বাকি কোন দলের?

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের ꧟সোশ্যাল মিডিয়ায় ট্রোলি🦹ং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিꦆলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় 𝄹সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল🦄? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার ন🗹িউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু﷽, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?🌸- পুরস্কার মুখোমুখি লড়া🔯ইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কা🌜রা? ICC T20🔯 WC ইতিহাসে প্রথমবার অস্♊ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তার꧟ুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাই🍬ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.