আগামী বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে নয়া সংসদ ভবন। নয়া বছরের শীতকালীন অধিবেশনের আগেই নির্মাণ🌜কাজ সম্পূর্ণ হবে। ‘হিন্দুস্তান টাইমস লি𓄧ডারশিপ সামিটে’ এমনই আশাপ্রকাশ করলেন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের স্থপতি বিমল প্যাটেল। তবে পুরো প্রকল্প শেষ হতে ২০২৪ সালে পেরিয়ে যাবে।
এমনিতে প্রথম থেকেই সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হয়। সুপ্রিম কোর্টেও দায়ের হয় মামলা। গত ৫ জানুয়ারি নয়া সংসদ ভবন, কেন্দ্রীয় সচিবালয় এবং মন্ত্রীদের কার্যালয় তৈরির প্রকল্পে ছাড়পত্র দিয়েছিল শীর্ষ আদালত। যে প্রকল্পের জন্য আনুমানিক ১৫,০০০ কোটি টাকার খরচ ধার্য করা হয়েছে। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল।অগস্টে বিচারপতি এএম খানউ❀ইলকর এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চের তরফে বলা হয়েছিল, ‘জনসমক্ষে আদালতে রিভিউ পিটিশন নথিভুক্ত করা বা শুনানির আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে। চলতি বছরের ৫ জানুয়ারি যে চূড়ান্ত রায়দান করা হয়েছিল, তার বিরুদ্ধে রিভিউ পিটিশনগুলি দাখিল করা হয়েছিল। আমরা রিভিউ পিটিশন এবং সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেছি। আমাদের মতে, এটায় পুনর্বিবেচনার কোনও বিষয় উঠে আসছে না।’
(বিস্তারিত পরে আসছে)