১ নভেম্বর থেকে ভারতে ডিজিটাল মুদ্রার পাইলট প্রকল্প চালু হয়েছে। এবং আজ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ডিজিটাল মুদ্রা নিয়ে বড় মন্তব্য করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। আজ আরবিআই গভর্নর বলেন, ‘পৃথিবী বদলে যাচ্ছে, ব্যবসা করার পদ্ধতি পরিবর্তন হচ্ছে... সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কাগজের নোট ছাপানোর সঙ্গে খরচ জড়িয়ে আছে। মুদ্রণের খরচ, কাগজ কেনা,&nb🍌sp;লজিস্টিক, স্টোরেজ। ভবিষ্যতে ডিজিটাল মুদ্রার দাম কম হবে। আন্তঃসীমান্ত লেনদেন এবং ক্রস-বর্ডার পেমেন্টের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হবে।’
এদিকে দেশের মুদ্রাস্ফীতি নিয়ে আজ শক্তিকান্ত দাস বলেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ে কিছুটা উদ্বেগ আছে। সেটা নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরীভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার। চলতি বছর ফেব্রুয়ারিতে মনে হয়েছিল যে মুদ্রাস্ফীতি চার শতাংশের রাখার পথে এগোচ্ছে ভারত। কিন্তু ভূ-রাজনৈতিক ঘটনা-সহ বিভিন্ন বাহ্যিক কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে।’ আরবিআই গভর্নর বলেন, ‘ছয় শতাংশের উপরে মুদ্রাস্ফীতি থাকলে তা আর্থিক বৃদ্♒ধির জন্য বিপজ্জনক হয়। পরপর তিনটি ত্রৈমাসিকে সেই স্তরের উপর মুদ্রাস্ফীতি থাকলে সেটাকে আরবিআইয়ের অর্থ সংক্রান্ত কমিটির ব্যর্থক🧸া হিসেবে বিবেচনা করা হয়।’
এদিকে বৈদেশিক রিজার্ভ নিয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘এখনও আমাদের রিজ𓄧ার্ভ অত্যন্ত ভালো জায়গায় আছে। যাতে বিনিময় মূল্য ঠিকভাবে হয়,&n♛bsp;তা নিশ্চিতভাবে করা হয়, সেজন্য বাজারে হস্তক্ষেপ করা হয়। সেইসঙ্গে বাজারের প্রত্যাশা ধরে রাখার বিষয়টি থাকে। আরবিআই যদি হস্তক্ষেপ না করে, তাহলে টাকার দাম ক্রমশ পড়তে পারে।’