হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের পঞ্চম দিনে উপস্থিত হয়ে CAA নিয়ে খোলাখুলি জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সিএএ বিজেপির প্রতিশ্রুতি। সেট♌া পালন করা হব𒁃ে। জোর দিয়ে জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী।
হিন্দুস্তান টাইমসের ন্য়াশানাল পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে প্রশ্ন করেছিলেন, গত নির্বাচনে একটি বড় বিষয় ছিল সিএএ। এটা নিয়ে দেশজুড়ে প্রতিবাদও হয়েছে। অমিত শাহ, আপনি সিএএ, এনআরসি নিয়ে বলতেন। কিন্তু সেℱটার কী হল?
এর উত্তরে অসমের মুখ্যমন্ত্রীಞ হিমন্ত বিশ্বশর্মা বলেন, সিএএ সুপ্রিম কোর্টের ফোরামে আলোচনা হচ্ছে।বিজেপি সিএএ করতে বদ্ধপরিকর🍌। এটা হিন্দুদের ন্যায্য অধিকার। নাগরিকত্ব পাওয়া তাঁদের অধিকার। কারণ তাঁরা অনেক দুর্ভোগের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা সিএএর পাশে সবরকমভাবে দাঁড়িয়েছি।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ সিএএর বিরোধিতা করছেন। কোভিড এসেছিল। তবে এটা একটা প্রসেসের মধ্যে রয়েছে। বিজেপির এটা কমিটমেন্ট। এবার সময়ের ব্যাপার যখন▨ আপনারা সিএএ দেখতে পাবেন। তিনি বলেন, এর সঙ্গে ভোটের কোনও ব্যাপার নেই। সিএএ আমাদের পার্ট অফ কমিটমেন্ট। সিএএ আমাদের আদর্শের অংশ। এটা আমরা প্রয়োগ করব। আগে কেউ কেউ বলতেন কোথায় রামমন্দির? কখন এটা আসবে? এখন রামমন্দিরও এসেছে। মানুষ বলতেন ৩৭০ কখন বিলোপ হবে? সেটা ব🧸িলোপ হয়েছে। সেই পথেই দেখবেন UCC আসবে। সেই পথে দেখবেন সিএএ আসবে।