কোভিডের নয়া ভ্যারিয়েন্ট হাইব্রিড এক্সই ঘিরে গতকালই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সন্ধ্যের মুখে মহারাষ্ট্র প্রশাসনের তরফে 💝জানানো হয় ভারতে প্রথম এক্সই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে মুম্বইতে। এরপরই সরকারি সংস্থা INSACOG জানিয়ে দেয় যে প্রাপ্ত প্রমাণ থেকে বোঝা যাচ্ছে না যে এই ব্যক্তির দেহে সত্যিই এক্সইর প্রবেশ হয়েছে কি না। ফলে ভারতে এক্সই ভ্যারিয়েন্ট রয়েছে কী না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বꦜলা যাচ্ছে না। এরপরই এক্সই ঘিরে সন্দেহে থাকা ব্যক্তিকে নিয়ে টুইট করেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে।
মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে এক টুইটে জানান, 'এক্সই ভ্যারিয়েন্ট ঘিরে যে ব্যক্তি সন্দেহে ছিলেন, তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। তাঁর সঙ্গে যাঁদের সংযোগ ঘিরে বেশি ঝুঁকি ছিল তাঁরা সকলেই কোভিড নেগেটিভ। নমুনা পাঠানো হয়েছে এনআইবিএমজিতে। যাতে স্ট্রেইনের ধরন নিশ্চিত করা যায়।' তিনি𒉰 টুইটে জানান, যাতে কোনও মতেই মানু। আতঙ্কিত না হয়ে পড়েন, মানুষকে নিরাপদে রাখতে তাঁদের সরকার বদ্ধপ𝄹রিকর বলেও জানান আদিত্য।
প্রসঙ্গত, কোভিডের এক্সই ভ্যারিয়েন্টের চিহ্ন মুম্বইতে প্রথমবার মিলেছে বলে উদ্ধব সরকারের প্রশাসন দাবি করার পরই কেন্দ্রীয় সংস্থা সেই দাবি নস্যাৎ করে। ম🍰হারাষ্ট্রের টাস্ক ফোর্সের সদস্যও মানুষকে আতঙ্কিত হতে বারণ করেন। মহারাষ্ট্রের মন্ত্রী রাজেশ তোপও বলেন, কেন্দ্র এই বিষয়ে কিছু না জানালে বলা মুশকিল যে ওই ভ্যারিয়েন্ট এক্সই-ই কি না। এই পরিস্থিতিতে ভারতে কোভিডের ছবি ঘিরে বিভিন্ন ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে আশার বার্তা এই যে, ওমিক্রন পরবর্তী সময়ে ধীরে 💖ধীরে নামছে ভারতের কোভিড গ্রাফ।