রাহুল গান্ধীর 'ফ্লাইং কিস' নিয়ে বুধবার লোকসভায় তুমুল হট্টগোল হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি লিখেছেন বিজেপির মহিলা সাংসদরা। এই ঘটনা নিয়ে বিজেপির মহিলা সংসাদদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মহিলা আইএ🅰এস শৈলবালা মার্টিন।
রাহু🌞লের বিরুদ্ধে স্পিকারকে লেখা চিঠিটি তিনি টুইটারে পোস্ট করে লিখেছেন, 'ভাবুন তো মণিপুরের মহিলারা তাহলে কেমন অনুভব🍎 করছেন?'
এর আগে তিনি নানা বিষয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি খবরে এসেছেন। শৈলবালা ২০০৯ সালের ব্যাচের আইএএস অফিসার। তিনি সাংবাদিক রাকেশ পাঠককে বিয়ে করেছেন। এ নিয়েও আগে তিনি সাংবাদের🥃 শিরোনামে ছিলেন। অসমের মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের ছꦅবি দিয়ে তিনি মন্তব্য করেন। তার নিয়ে বিস্তর আলোড়ন তৈরি হয়।
(পড়তে পারেন। বিধানসভায় জয়ললিতার শাড়ি ধরে 🔴টানা হয়েছিল! ডেএমকে-কে পুরনো কথা মনে করালেন নির্মলা)
সম্প্রতি মণিপুরের ভাইরাল ভিডিয়োকে 💖নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনেও এই নিয়ে তুমুল হৈচৈ হয়। সরকারের বিরুদ্ধে অনস্থা এনেছে বিরোধীরা। এই অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখার পর রাহুল গান্ধী 'ফ্লাইং কিস' ছোড়েন বিজেপির আসন লক্ষ্য করে। এ🍷র পর বিজেপির মহিলা সাংসদরা স্পিকারের কাছে এর বিরুদ্ধে অভিযোগ জানান।
(পড়তে পারেন। ‘মনে হয় ℱকলকাতা থেকে কোনও ফোন এসেছিল’, অধীরকে ঝাঁঝালো খোঁচায় ‘গুড়কে গোবর’ নিয়ে কোন মন্তব্য মোদীর?)
বিজেপির মহিলা সাংসদদের চিঠিটি ভাইরাল হওয়ার পর সেটি তিনি নিজের টুইটারে তুলে দিয়ে প্রশ্ন করেছেন 'এ𓃲কটু ভাবুন তো মণিপুরের নারীদের কেমন লাগছে?' তিনি বিষয়টি নিয়ে পাল্টা বিজেপি মহিলা নেত্রীদেরই প্রশ্ন করেছেন মণিপুর নিয়ে ജসরব না হওয়ার জন্য।