দেশে জঞ্জাল কমানোর জন্য সপ্তাহব্য়াপী প্রকল্প শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই অবশ্য ইউপিএ-কে একহাত নি𝄹লেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে একবার ভাবুন তো ২০১৪ সালের আগে কোভিড হলে কি অবস্থা হতো। মোদী দাবি করেন যে লকডাউন করাই সম্ভব হত না কারণ ৬০ শতাংশ মানুষ তো শৌচাগারের অভাবে প্রকাশ্যেই প্রকৃতির ডাকে সাড়া দিতেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর স্বচ্ছ ভারত মিশন চালু হয়। প্রধানমন্ত্রী জানান যে গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেꦓকেই নিজেদের জীবনের চরৈবত মন্ত্র করে নিয়েছেন স্বচ্ছতা বজায় রাখা। মোদী বলেন যে ৬০ কোটি মানুষকে শৌচাগার দেওয়া গিয়েছে ৬০𝔍 মাসে।
কোভিড মোকাবিলাতে স্বচ্ছ ভারত অভিযানের অভিজ্ঞতা কাজে আসছে। কারণ এখন দরকার পꦰরিচ্ছন্ন ভাবে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা।
প্রধা༒ন♌মন্ত্রী এদিন রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রে বক্তব্য রাখছিলেন যেখানে ছাত্র-ছাত্রীরা উপস্থিতি ছিলেন। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখছে ও মাস্ক পরছে দেখে প্রশংসা করেন মোদী। ১৫ অগস্টের মধ্যে দেশকে জঞ্জালমুক্ত করার জন্য এদিন টার্গেট নেওয়া হল।