বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে বিভিন্ন জেলে থাকার সময় খারাপভাবে রাখার পাশপাশি দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন প্🃏রাক্তন পাক প্রধানমন্ত্রী। আর এবার আরও গুরুতর অভিযোগ তুললেন। তাঁর অভিযোগ, তাঁকে সন্ত্রাসবাদীদের মতো জেলের একটি ছোট্ট সেলে বন্দি রাখা হয়েছে। রাজনৈতিক বন্দি হওয়া সত্ত্বেও এরকম উচ্চ-নিরাপত্তা বিশিষ্ট এই কারাগারে মৌলিক অধিকার এবং মানবাধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। ব্রিটেনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইমরান।
আরও পড়ুন: ইমরান সমর্থকদের মামলায় পছন্দমতো রায় পেতে পাক ATC-র বিচ♓ারককে চাপ দিচ্ছে ISI
পাকিস্তা🌟ন-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ৭১ বছর বয়সি ইমরান সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাকে ৭/৮ ফুট ডেথ সেলে রাখা হচ্ছে। সাধারণত সন্ত্রাসবাদীদের এই সেলগুলিতে রাখা হয়। আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি একটি নির্জন কারাবাস। এখানে ঠিকমতো হাত পা নাড়ানোর মতোও জায়গা নেই। আমার ওপর ২৪ ঘণ্টা ধরে নজরদারি রাখা হচ্ছে। আমাকে মৌলিক অধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’
জানা যাচ্ছে, ইমরানের আইনজীবীর মারফত এই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী বুশরা বিবিও দাবি করেছেন, জেলে ইমরানকে খারাপ খাবার দেওয়া হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। জেলে তাঁর স্বামীর প্রাণ সংশয় হতে পারে বলেও বু💫শরা আশঙ্কা করেছেন।
উল্লেখ্য, তিনটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান প্রায় এক বছর ধরে রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তার আদিয়ালা জেলে বন্দি আছেন। তোষাখানা দুর্ন♑ীতি মামলা, সাইফার মামলা এবং অইসলামিক বিবাহ মামলায় তিনি অপরাধী। তাঁর স্ত্রী বুশরা বিꦜবিও দোষী সাব্যস্ত হয়েছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের দায়ের করা প্রথম তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের ৫ অগস্ট ইমর💧ানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তা♕ঁকে একাধিক জেলে রাখা হয়।
এদিকে, বুশরা বিবিও জেলে রয়েছেন। তিনিও প্রায়ই জেলে খারাপ ব্যবহার করার অভিযোগ তোলেন। যদিও, কর্তৃপক্ষ তাঁর অভিযোগ অস্বীকার করে আসছে। আদিয়ালা জেলে স্বামীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বুশরা। তিনি অভিযোগ করেছেন, ইমরানকে অমানবিক অবস্থায় রাখা হয়েছিল এবং দূষিত খাবার দেওয়া হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। তাদের বক্তব্য, ইমরানক🤡ে ভিভিআইপি কক্ষে রাখা হয়েছে। সেখানে একটি জিম, রান্নাঘর, হাঁটার গ্যালারি এবং বিলাসবহুল খাবারের ব্যবস্থা রয়েছে।