পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার দেশের সেনাবাহিনীর উপর তীব্র আক্রমণ শানান। দেশের ‘নিরপেক্ষ’ বর্গকে তিনি আহ্বান জানান তাঁকে সমর্থন জানাতে। সে꧙নাকে আক্রমণ শানিয়ে বলেন, ‘তারা দেশের জন্য যা করেছে তার জন্য ইতিহাস তাদের ক্ষমা করবে না।’
ইমরান খানকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলে, ‘আমি আজ নিরপেক্ষদের জিজ্ঞাসা করতে চাই, আপনি কি জানেন দেশ কোন দিকে যাচ্ছে?’ পিটিআই দলের প্রধান ইমরান খান আরও বলেন, ‘দেশ এবং অর্থনীতি কীভাবে উন্নতি করতে পারে, যখন আপনি এটাই জানেন না যে আগামী ২ থেকে ✤৩ মাসে🐬 কী ঘটবে।’
এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। সেই সময় সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল, তা𓃲রা দেশের র♎াজনীতিতে হস্তক্ষেপ করবে না। এই আবহে ইমরান খানের 'নিরপেক্ষ' শব্দটি প্রয়োগ বেশ তাৎপর্যপূর্ণ। সেনার কথা উল্লেখ না করেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনি নিজেকে যতবারই নিরপেক্ষ বলুন না কেন, আপনি দেশের সাথে যা করেছেন তার জন্য ইতিহাস আপনাকে দোষী সাব্যস্ত করবে।’
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ‘তাদের নীতি পর্যালোচনা করার’ বার্তা দিয়ে সতর্ক করেন। তিনি বলেন, ‘আপনাদের পর্যালোচনা করা উচিত এবং মনে রাখা উচিত যে এই দেশে ২২০ মিলিয়ন মানু💖ষ রয়েছে... জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি তরুণ এবং তাদের চাকরির প্রয়োজন।’