লোকসভা ভোটের আগে বিরোধী ইন্ডি জোটে ধাক্কার ধারা অব্যাহত। সদ্য দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর দল আম আদমি পার্টির শাসিত পঞ্জাবের ১৩ আসনে প্রার্থী দেবে আপ। যা ✃কার্যত বিরোধী জোটের জন্য বড় ধাক্কা। এদিকে, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ জানিয়ে দিলেন, তাঁর দল লোকসভা ভཧোটে একাই লড়বে। ফলে বিজেপির বিরোধী শিবিরে কার্যত ফাটল চওড়া হচ্ছে।
বৃহস্পতিব♎ারই ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করেছিলাম জোটের, তবে তা করা যায়নি, ফলে আমরা ভোটে একাই লড়ব।’ প্রসঙ্গত, কাশ্মীরে কিছু মাস আগেই ‘ন্যায় যাত্রা’য় রাহুলের সঙ্গে পাশে তালে তাল মিলিয়ে হেঁটেছিলেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা তথা ফারুক আবদুল্লাহর পুত্র ওমর আবদুল্লাহ।🌟 এরপর জোট ইস্যুতেও রাহুলদের সঙ্গে বেশ কিছুটা এগোন আবদুল্লাহরা। তবে সেই জোটের সুরে সদ্য হল ছন্দ পতন।
এর বহু আগে,তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে, তাঁর দল লোকসভা ভোটে একাই লড়বে। পরে আপের তরফেও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পঞ্জাব নিয়ে সেই একই বার্তা দেন। এর মাঝে ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে এনডিএর হাত ধরেছেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমার। জোট থএকে সরে এসে সোজা এনডিএর ঘরে ঢুকেছেন আরএলডির জয়ন্ত চৌধুরীও। ফলে ক্রমশ শক্তি খোয়াতে থাকছে ইন্ডি জোট। তবে কংগ্রেসের আশা, ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে দূরত্ব কমবে। কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ বলেছেন, ‘ কথা চলছে। প্রতিটি পার্টিরই একটা সীমাবদ্ধতা থাকে। ন্যাশনাল কনফারন্স ও পিডিপি ইন্ডি জোটের অংশ। আর সেটাই থাকবে।𓂃 ’
জোট নিয়ে কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ সদ্য কিছুদিন আগেই বলেছဣেন, ‘ ইন্ডি জোট খুব শক্তিধর। নীতীশ কুমারজি ভল্ট ফেস করেছেন। একইভাবে আরএলডিও এগোচ্ছে।’ এদিক⛄ে, সদ্য কংগ্রেসের সংসদ সোনিয়া গান্ধী আসন্ন রাজ্যসভা ভোটে নিজের মনোনয়ন জমা দিয়েছেন। তিনি এবার রাজস্থান থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। জানা যাচ্ছে, তাঁর লোকসভা কেন্দ্র রায়বরেলিতে তাঁর কন্যা প্রিয়াঙ্কা সম্ভবত কংগ্রেসের প্রার্থী হচে চলেছেন।