লোকসভা নির্বাচনের পরেই আয়কর কাঠামোয় পরিবর্তন করা হবে বলে জল্পনা চলছিল। সেই জল্পনার মাত্রা এতটাই বেশি ছিল যে শেয়ার বাজারে ১,১০০ পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছেন যে সেরকম 🔜কোনও পরিকল্পনা নেই সরকারের। তিনি বলেন, 'এই জল্পনাটা কোথা থেকে উদয় হল, সেটা ভাবছি। বিষয়টি প্রকাশ করার আগে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে কোনওরকম যোগাযোগও করা হয়নি। পুরোপুুরি রটনা।'
আয়কর কাঠামোয় পরিবর্তন নিয়ে যাবতীয় জল্পনা ছড়িয়েছিল একটি রিপোর্ট ঘিরে। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল যে নয়া সরকার ক্ষমতায় এসে আয়কর কাঠামোয় কয়েকটি পরিবর্তন করবে। আপাতত যে যে নিয়ম চালু আছে, সেগুলির ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন করা 🦩হতে পারে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছিল। এমনকী ওই রিপোর্টে দাবি করা হয়েছিল যে সবধরনের সম্পত্তি শ্রেণির জন্য একটি অভিন্ন ব্যবস্থা চালু করা হবে।
আয়কর কাঠামো পরিবর্তন সংক্রান্ত রিপোর্টের জেরে শেয়ার বাজারে ধস
ওই রিপোর্টের জেরে য🍷ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার জেরে শুক্রবার শেয়ার বাজারে ধস নেমেছিল। সেনসেক্স পড়েছিল ১,১০০ পয়েন্ট। বাজারে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। বাজার বন্ধের সময় সেনসেক্স ৭৩,৮৭৮.১৫ পয়েন্টে ঠেকেছিল। যা তার আগের সেশনের থেকে ০.৯৮ শতাংশ বা ৭৩৩ পয়েন্ট কম ছিল।
সেই পরিস্থিতিতে সার্বিকভাবে বিএসই (অতীতের বম্বে স্টক এক্সচেঞ্জ) নথিভুক্ত সংস্থার বাজারি ✃মূলধনের অঙ্কটা শুক্রবার ৪০৮.৫ লাখ কোটি টাকা থেকে ৪০৬.২ লাখ কোটি টাকায় নেমে গিয়েছিল। অর্থাৎ একদিনেই বিনি💞য়োগকারীদের পকেটে থেকে ২.৩ লাখ কোটি টাকা উধাও হয়ে গিয়েছিল।
নয়া সরকারের বাজেট
আপাতত ভারতে লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যে দুটি দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে। তারপর আগামী ১৩ মে, আগামী ২০ মে, আগামী ২৫ মে এবং আগামী ১ জুন ভোটগ্রহণ হতে চলেছে। তারপর ভোটগণনা হবে আগামী ৪ জুন। তারপর যে দল সরকার গঠন করবে, সেই দলের সরকার আগামী জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। গত ১ ফেব্রুয়া♔রি সীতারামন যে বাজেট পেশ করেছিলেন, সেটা ভোট-অন-অ্যাকাউন্ট (অন্তর্বর্তীকালীন বাজ🎉েট) ছিল।