গতকালই বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, চাকরিজীবীদের এবার থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে আর আয়কর দিতে হবে না। তবে কিছু ক্ষেত্রে বার্ষিক আয় ১২ লাখ বা তার নীচে হলেও দিতে হবে আয়কর। কিন্তু কীভাবে? রিপোর্ট অনুযায়ী, আয়কর আইনের ১১১এ (স্বল্পমেয়াদী মূলধনী লাভ) এবং ১১২ ধারায় (দীর্ঘমেয়াদী মূলধনী লাভ) ৮৭এ ধারায় রিবেট মিলবে না। (আরও পড়ুন: 🌸দেশ জুড়ে মেট্রোয় বরাদ্দ ৩১২৩৯ কোটি, 'টাকা কোনও বাধা নয়', বলছেন কলকাতার কর্তারা)
আরও পড়ুন: ⛄ট্রাম্পকে 'শান্ত' করতে শুল্ক নিয়ে বাজেটে বড় ঘোষণা ভারতের, কাস্টমস ডিউটি কমল...
এই আবহে যদি কোনও ব্যক্তির বার্ষিক আয় ১২ লাখ টাকা হয় এবং তার মধ্যে যদি ৪ লাখ টাকার ওপরে আয় স্বল্পমেয়াদী মূলধনী লাভে (শেয়ার বা মিউচুয়াল ফান্ড) হয়, তাহলে সেই পরিমাণের ওপর আলাদা করে আয়কর দিতে হবে। এই আবহে স্পেশাল রেটে ২০ শতাংশ হারে কর ধার্য হবে সেই স্বল্পমেয়াদী মূলধনী আয়ের ওপরে। এদিকে ধরুন যদি এই ৪ লাখ টাকা আয় দীর্ষমেয়াদী মূলধনী লাভ হয়, তাহলে ১.২৫ লাখ টাকা আয়ের ওপর কর ছাড় মিলবে। এই আবহে বাকি ২ লাখ ৭৫ হাজার টাকার ওপরে ১২.৫ শতাংশ হারে কর দিতে হবে সংশ্লিষ্ট করাদাতাকে। (আরও পড়ুন: 🌌বাজেটে 'উড়ান' ঘোষণা, লাভ হবে রাজ্যের? ধন্দের মাঝে একে অপরকে দুষছে তৃণমূল-বিজেপি)
এদিকে নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ। (আরও পড়ুন: 🍷বাজেট তো গেল, সরকারি কর্মীদের বেতন কত বাড়তে পারে জানেন? রইল লেভেল ধরে ধরে হিসেব)
🏅এই আবহে আগের তুলনায় নয়া অর্থবর্ষ থেকে আয়করদাতাদের কত 'লাভ' হবে? বাজেট নথি হিসেবে, যাদের আয় ৮ লাখ টাকা, আগের থেকে এবার তাদের ৩০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাগের আয় ৯ লাখ টাকা, তাদের আগের তুলনায় ৪০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাদের আয় ১০ লাখ টাকা, তাদের আগের থেকে ৫০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাঁর আয় ১২ লাখ টাকা, তাঁর ৮০,০০০ টাকা আয়কর বাঁচবে। যাঁর আয় ১৬ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৫০,০০০ টাকা। যে করদাতার আয় ১৮ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৭০,০০০ টাকা। যাঁর আয় ২০ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ৯০,০০০ টাকা। যে করদাতার আয় ২৫ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ১,১০,০০০ টাকা।