ভারত ও নেপালের মধ্যে সমণ্বয় আরও বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। Cross Bo🌠rder প্যাসেঞ্জার ট্রেন, শক্তিসম্পদের আদান প্রদান সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দুদেশের মধ্🌺যে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলি মেটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানালেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।
এদিকে বিহারের জয়নগর থেকে নেপালের কুরথা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার আন্তঃ সীমান্ত রেলপথের সূচণা হয় এদিন। প্রায় ১ হাজার যাত্রী নিয়ে এদিন প্রথম ট্রেনটি ছাড়ে। এটি ভারত ও নেপ🧔ালের মধ্যে প্রথম ব্রডগেজ রেলপথ। ভারতের ৫৪৮ কোটি টাকা অনুদানে তৈরি হয়েছে এই রেলপথ। নেপাল রেলওয়ে কোম্পানি এই ট্রেনটি পরিচালিত করবে।
এদিকে ভারতের তরফে প্রায় ৯০ কিমি দীর্ঘ ১৩২ কেভি পাওয়ার ট্রান্সমিশন লাইনকে তুলে༺ দেওয়া হয়েছে। এই লাইনের মাধ্যমে নেপালের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাাপাশি ভারতের RuPay কার্ড নেপালে চালু করা হয়েছে এদিন। এই কার্ড এবার থেকে নেপালের ১৪০০ পয়েন্ট অফ সেল ম🐻েশিনে কাজ করবে। মূলত পর্যটকদের সুবিধার জন্যই এটা করা হচ্ছে।
ভুটান, সিঙ্গাপুর, আরব আমির শাহির পরে এবার নেপালেও কাজ করবে ভারতের রুপে কার্ড। পাশাপাশি ভারত পরিচালিত আন্তর্জাতিক সৌরচুক্তিতেও এদিন সই করেছে নেপাল। আগামী ৫ বছর পেট্রলিয়াম সামগ্রী ꧟সরবরাহের জন্য নেপাল অয়েল কর্পোরেশন ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মধ্যে চুক্তি হয়েছে।