ফারিহা ইফতিকার
শুধু ইংরাজি ভাষায় নয়, এবার সংবিধানে উল্লিখিত ভারতীয় ভাষাতেও পড়ানোর সুไযোগ থাকবে সিবিএসই স্কুলে।
ভারতীয় সংবিধানের অষ্টম তফস🧸িলে যে ভাষাগুলি উল্লেখ করা হয়েছে সেগুলিতে পড়ানোর অপশন খোলা রাখার ব্যাপারে সিবিএসই তাদের অনুমোদিত স্কুলগুলিকে আবেদন করল।
জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি একাধিক ভাষায় যাতে অভ্য়স্ত হতে পারে 💎পড়ুয়ারা সেব্যাপারেও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শুধু ইং﷽রাজিতে নয়, এবার মাতৃভাষাতেও শিক্ষা পেতে পারবেন সিবিএসই পড়ুয়ারা।
সিবিএসই ডিরেক্টর ( অ্য়াকাডে🌜মিক্স) যোশেফ ইমানুয়েল তাদের অনুমোদিত সমস্ত স্কুলে এনিয়ে চিঠি পাঠিয়েছে। একাধিক ভাষায় শিক্ষাদান করা, দক্ষ শিক্ষকদের মাধ্যমে মাতৃভাষায় শিক্ষাদান করা, একাধিক ভাষায় পাঠ্যবই তৈরি করাটা চ্যালেঞ্জের। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ভারতীয় ভাষায় শিক্ষাদান কর✃ার ব্যাপারে জানিয়েছে।
তিনি জানিয়েছেন, আগামী সেশনে ২২টি ভাষায় পাঠ্যপুস্তক যাতে নিশ্চিত করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গেই ইমানুয়েল জানিয়েছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা🍰 থেকে উচ্চ শিক্ষার বিভিন্ন স্তরে যাতে একটা ধারাবাহিকতা বজায় রাখা যায় সেব্যাপারে চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে সিবিএসই অনুমোদিত স্কুলগুলিকে একটি বড় ভূমিকা নিতে হবে। ভারতীয় ভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে।
একেবারে প্রাথমিক স্তর থেকে সেকেন্ডারি স্তর পর্যন্ত🍬, ꦗপ্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ঐচ্ছিক ভাষা হিসাবে সংবিধানে বর্ণিত ৮টি ভাষাকে সংযুক্ত করার ব্যাপারে বলা হয়েছে।
এনিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে সিবিএসই বোর্ড। ন্যাশানাল প্রগ্রেসিভ স্কুল কনফারেন্সের চেয়ারপার্সন সুধা আচার্য জানিয়েছেন, যখন নার্সারিতে আমাদের কাছে বাচ্🌊চারা আসে তখন তারা মাতৃভাষাতেই কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে। এবছর থেকে আমরা শুরু করেছি ক্লাস ওয়ান থেকে অন্তত একটি ভারতীয় ভাষা যাতে শিখতে পারে শিশু। তাদের এজন্য় কোনও পরীক্ষা পাস করতে হবে না, তবে ভারতীয় ভাষার যে সৌন্দর্য সেটা তাদের অনুভব করতে হবে।
মা🍸উন্ট আবু পাবলিক স্কুলের প্রিন্সিপাল জ্যোতি অরোরা জানিয়েছেন, আমাদের সমৃদ্ধ ঐতিহ্যকেও আমরা এভাবে তুলে ধরতে চাই। এভাবে পড়ুয়াদের সঙ্গে তাদের শে🍌কড়ের পরিচয় হবে।