মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বাংলাদেশ যে আপত্তি জানিয়েছে, তা স্বীকার করে দিল ভারত। সেইসঙ্গে মমতাকে সংবিধানের পাঠ দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, অন্য কোনও দেশ বা বৈদেশিক কোনও বিষয় নিয়ে পদক্ষেপ করার কোনও অধিকার নেই কোনও রাজ্য সরকারের। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে। বি🌺ষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে আছে। তাই অহেতুক বৈদেশিক বিষয় নিয়ে কোনও রাজ্যের নাক গলানোর কোনও প্রয়োজন নেই বলে স্পষ্টভাবে জানিয়ে𝕴ছে ভারতের বিদেশ মন্ত্রক।
বাংলাদেশ ‘নোট’ পাঠিয়েছে, স্বীকার নয়াদিল্লির
বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমি নিশ্চিত করতে পারছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের থেকে আমরা এ✃কটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা (মিডিয়া) রিপোর্টে যেমনটা দেখেছেন, খানিকটা সেরকমই (নোট পাঠানো হয়েছে)।൩’