ট্রেনের AC-1 ক্লাসে কুকুর-বিড়ালের টিকিটের অনলাইন বুকিং সহজতর করার জন্য এক নয়া প্রস্তাব তৈরি করেছে রেল মন্ত্রক। এই প্রস্তাব বাস্তবায়িত হলে কুকর-বিড়াল🐬ের মতো পোষ্যকে ট্রেনে করে নিয়ে যাওয়া অনেক সহজ হবে।
রেলের আধিকারিকরা বলছেন, TTE-র হাতে কুকুর-বিড়ালের 𓂃টিকিট ব✃ুকিংয়ের ক্ষমতা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
রেলওয়ে বোর্ডের এক উর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, বর্তমানে যাত্রীদের তাঁদের পোষ্য ট্রেনে করে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মের পার্সেল বুকিং কাউন্টারে টিকিট বুক করতে হয়। এই ব্যবস্থায় যাত্রীদের অনেক অসুবিধায় পড়তে হয়। সেই বিষয়টি মাথায় রেখেই কুকুর ও বিড়ালের জন্য অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা চালু করার কথা ভাবা হচ্ছে। আরও পড়ুন: ছোটার আগেই কষল ব্রেক, ‘পিছিয়ে গেল’ বাংলায় নতুন বন্দে ভারতের♍ আগমনের দিনক্ষণ
ইতিমধ্যেই IRCTC-র ওয়൩েবসাইটে পোষ্যদের জন্য টিকিট বুকিংয়ের সুবিধা চালু করার জন্য বদল আনার বিষয়ে আলꦆোচনা শুরু হয়েছে।
এক আꦉধিকারিক জানালেন, ট্রেনের ফার্স্ট চার্ট তৈরির সময়েই রেলযাত্রীরা 'অ্যানিমাল টিকিট' বুক করতে পারবেন। মোবাই বা ল্যাপটপ থেকেই তা করা যাবে। যদিও সেই যাত্রীর টিকিট কনফার্ম হলে, তবেই এই সুবিধা মিলবে।
তবে কিছু শর্তাবলী রয়েছে। এমন যাত্রীকে শুধুমাত্র AC-1 টু-বার্থ কুপ বা ফোর-বার্থ কুপে একটি টি𒐪কিট বরাদ্দ করা হবে। পশুরা যেন অন্য যাত্রীদের কষ্ট না দেয়, সেই বিষয়ে সচেতন হতে হবে। অর্থাত্ নোংরা করা, চেঁচানো বা অন্য আবাঞ্চিত ঘটনা ঘটলে এবং যাত্রীদের অভিযোগ রেলে এসএলআর কোচে গার্ডের কাছে সেই পশুকে পাঠিয়ে দেওয়া হবে। এই আধিকারিক জানালেন, গার্ডের কাছে কুকুর এবং বিড়ালদের ট্রেনে করে নিয়ে যাওয়ার জন্য একটি এসএলআর কোচ রয়েছে। এক্ষেত্রে টি♊কিট বুক করার পর তাদের এসএলআর কোচে রাখা হয়। পোষ্যের মালিকরা ট্রেন বিভিন্ন স্টেশনে থামলে তাঁদের পোষ্যকে জল, খাবার ইত্যাদি দিতে পারেন।
পশুদের টিকাকরণ করিয়ে রাখাও বাধ্যতামূলক।
অনলাইনে কুকুর-বিড়ালের টিকিট বুক করার পর কোনও যাত্রী টিকিট বাতিল করলে সেক্ষেত্রে তিনি কোনও টাকা ফেরত পাবেন না। ট্রেন বাতিল হলে বা ট্রেন তিন ঘণ্টার বেশি দেরি করলে কুকুর-বিড়ালের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। তবে রেলযাত্রী নিজের টিকিটের দাম ফেরত পাবেন। আরও পড়ুন: হাওড়া-পুরীর পর বাংলার এই রুটে চালু হচ্ছে বন্দে ভারত ꦕএক্সপ্রেস, জানালেন রেল🎃কর্তা