করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চরমে অক্সিজেন সংকট। আর এমন সময়ে ভারতের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী ইমরান খানকে আর্জি জানালেন পাকিস্তানবাসীদের একাংশ। পাকিস্তানের টুইটারে ট্রেন্ডিং-এ ১ নম্বর হল #IndiaNeedsOxygen ।
টুইটের মাধ্যমে ভারতের অক্সিজেন সংকটের কথা তুলে ধরেছেন পাকিস্তানিদের একাংশ। এমন কঠিন সময়ে রাজনৈতিক স্বার্থ ভুলে ভারতের পাশে দাঁড়ানোর দাবি করেছেন তাঁরা। কূটনীতির উর্ধ্বে মানবিকতার আহ্বান করেছেন পাকিস্তানি নেটিজেনꦗরা। প্রায় ১৬ হাজার ব্যক্তি এই মর্মে 🅰টুইট করেছেন।
অনেকে টুইটে মেনশন করেছেন ইমরান খানকেও। ভারতকে অক্সিꦜজেন সরবরাহ করে সাহায্য করার অনুরোধ ক🦋রেছেন তাঁরা।
গত ২৪ ঘণ্টায় দেশে ৩.৩ লক্ষ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। মৃত ২,২৬৩। দেশের বিভিন্ন নামজাদা হাসপাতাল বুধ-বৃহস্পতিবার থেকে তীব্র অক্সিজেন সংকটের কথা জানিয়েছে। দেশের রাজধানীতেই ৬টি বড় হাসপাতালে তলানিতে অক্সিজেনও সরবরাহ।
মঙ্গলবার এই প্রসঙ্গে কেন্দ্র সরকারের দ্রুত হস্তক্ষেপের নির্দেশ🙈ও দেয় সুপ্রিম কোর্ট। পেট্রোলিয়াম, ইস্পাত ইত্যাদি ক্ষেত্র থেকে সংগ্রহ করে যাতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়, সেই নির্দেশ দেওয়া হয়। অক্সিজেন সংকট মোকাবিলায় এখনও কেন্দ্রের সুস্পষ্ট বিবৃতি দাবি করে সরব হয়েছেন বিরোধඣীরা।