তাপ বিদ্যুৎ কেন্দ্র অপারেটর ডিবি পাওয়ারকে কিনবে আদানি পাওয়ার। শুক্রবার এমনটাই ঘোষণা করে সংস্থা।𓆉 প্রায় ৭,০১৭ কোটি টাকা ($৮৭৯.১৪ মিলিয়ন) এন্টারপ্রাইজ মূল্যে ডিবি পাওয়ারকে কিনবে আদানি গোষ্ঠী। আদানি পাওয়ার ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উ🦹ৎপাদনকারী। তবে সেখানেই থামতে চায় না তারা। আগামিদিনে আদানি পাওয়ার নিজেদের আরও সম্প্রসারণ করতে চায়৷
ডিবি পাওয়𒊎ার কেন্দ্রীয় ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিক। সেটি তারা পরিচালনা করে। এই চুক্তির মাধ্যমে আদানি পাওয়ারের ছত্তিশগড় রাজ্যে ব্যবসা আরও সম্প্রসারিত হবে।
আℱদানি পাওয়ার হল আদানি গোষ্ঠীর বিদ্যুত্ উত্পাদন ও বন্টনের ব্যবসা। এশিয়ার ধনীতম ব্যক্তি গৌতম আদানি। চলতি বছর সিমেন্𓆉ট থেকে টেলিকম- বিভিন্ন ক্ষেত্রেই ব্যবসা বৃদ্ধি করেছে আদানি গোষ্ঠী।
ডিবি পাওয়ারের কাছে ৯২৩.৫ মেগাওয়াট ক্ষমতার দীর্ঘ ও মধ্যমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি রয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে জ্বালানি সরবরাহ চুক্তিও রয়েছে তাদের। সংস্থাটি🍒 লাভজনক। ফলে এক ধাক্কায় ব্যবসা অনেকটাই সম্প্রসারিত হবে আদানি পাওয়ারের।
আদানি পাওয়ারের সব মিলিয়ে ১২,৪৫০ মেগাওয়াটের উত্পাদন ক্ষমতা রয়েছে। তাদের বিদ্যুৎ প্রকল্পগুলি ভারতের গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক এবং ছত্তিশগড় রাজ্য জুড়ে বিস্তৃত।
শেয়ার বাজারে প্রভাব পড়তে পারে
দেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুত্ সংস্থা আদানি পাওয়ার। এমনিতেই বল তাদেরই কোর্ট♏ে। তার উপর আরও একটি লাভজনক ইউনিট কিনছে তারা। বিশেষজ্ঞদের মতে, এই সম্প্রসারণের সুপ্রভাব পড়তে পারে আদানি পাওয়ারের শেয়ারে। শুক্রবার আদানি পাওয়ারের শেয়ারের দাম ৪১০ টাকায় ক্লোজ হয়েছে। গত ৫ দিনে ইতিমধ্যেই শেয়ার চড়তে শুরু করে দিয়েছে। প্রায় ১৮ শতাংশ বেড়ে গিয়েছে শেয়ার। আগামী সোমবার, বাজার খোলার সঙ্গে সঙ্গে এই ধারা অব্যাহত থাকবে বলে মত পর্যবেক্ষকদের।
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত পরামর্শ স্বাধীন বিশেষজ্ঞদের। সম্পাদকের নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে অবশ্যই সমস্ত দিক পর্যালোচনা ও সমীক্ষা করুন।