দিল্লির এইমসে ভরতি করা হল কেন্দ্রীয় অর্থমন্ত🌟্রী নির্মলা সীতারামনকে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বেলা ১২ টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে একটি ব্য🎶ক্তিগত ওয়ার্ডে তাঁকে ভরতি করা হয়েছে।
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স আবার জানিয়েছে, কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাসপাতালে ভরতি করতে হয়েছে, তা প্রাথমিকভাবে জানা হয়নি꧟। কী শারীরিক সমস্যা হয়েছে, তাও জানানো হয়নি বলে ওই সংবাদসংস্থা জানিয়েছে। সেইসঙ্গে নাম গোপন রাখার শর্তে এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, 'গুরুতর কিছু হয়নি (কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের)। তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে।'
এমনিতে জন্মদিবস উপলক্ষ্যে রবিবার দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞা💟পন করেন সীতারাম🍸ন। গত শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দিয়েছিলেন। তারপর শনিবার তামিলনাড়ুতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে তিনি মেডিক্যালে কোর্সে তামিল মাধ্যমে শিক্ষার পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের মনে হয়, মেডিক্যাল শিক্ষা ভালো ভিত্তির উপর হওয়া উচিত। আমার মনে হয়, যদি তামিল (ভাষায়) মেডিক্যাল পড়ানো হয়, তাহলে দারুণভাবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে।’
চলতি মাসের মাঝামাঝি সময় জিএসটি পরিষদের বৈঠকে পৌরহিত্য করেছিলেন সীতারামন। সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কোনও🥃 দ্রব্যের উপর নয়া কোনও করা চাপানো হচ্ছে না। সেইসঙ্গে বৈঠকে যে যে ব൩িষয় নিয়ে আলোচনার কথা ছিল, সময়ের অভাবে সেগুলির প্রতিটি নিয়ে আলোচনা করা যায়নি। আলোচনার টেবিলে ওঠেনি অনলাইন গেমিংয়ের বিষয়টিও।