নেহা এলএম ত্রিপাঠি
ভারতের প্রথম এ৩৫০ বিমান। এটা বাণিজ্যিক বিমান হিসাবে প্ꩵরথম উড়ল। মুম্বই থেকে চেন্নাই গেল এই বিমান। এই এয়ার ইন্ডিয়ার বিমানটি কার্যত ভারতের আধুনিক 🔯উড়ান ব্যবস্থায় একটা নয়া পালক।
প্রথমদিকে এই বিমান দেশীয় রুটে চালানো হচ্ছে।🌞 এই বিমানটি বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ ও মুম্বইয়ের মধ্য়ে চলাচল করবে।
বিমান সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই ৫৮৯ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের দিকে রওনা দিয়েছিল। এই বিমানের সব আসন ভর্তি ছিল। নতুন এয়ার ইন্🅠ডিয়ার অভিজ্ঞতা নেওয়ার চেষ্💞টা করেছিলেন যাত্রীরা। এনিয়ে তাঁদের মধ্য়ে বড় উৎসাহ ছিল।
এ৩৫০ বিমান। এটা ৪৭০টি নয়া বিমানের অঙ্গ। গত বছর ফেব্রু🌸য়ারিতেই এয়ার ইন্ডিয়া এই বিমান এনেছিল। পরবর্তী সময় এই বিমান আন্তর্জাতিক রুটেও বের হবে। এই💯 বিমান এয়ার ইন্ডিয়াতে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি করবে।
এই বিমানটি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাꦐদিত্য সিন্ধিয়া উদ্বোধন করেছিলেন। হায়দরাবাদে যে উইংস ইভেন্ট হয়েছিল বৃহস্পতিবার সেখানেই এই বিমানের উদ্বোধন করা হয়েছিল।
এয়ারলাইন্সের সিইও ক্য়াম্পব💯েল উইলসন জানিয়েছেন, A350 এয়ার ইন্ডিয়ার একটা গেম চেঞ্জার। খেলা পুরো ঘুরিয়ে দেবে এই বিমান। বিশ্বের উড়ান ব্যবস্থায় এই বিমান একটা উল্লেখযোগ্য স্থান নেবে।
এয়ার ইন্ডিয়ার এ ৩৫০-৯০০ বিমানে ঠিক কী আছে?
এই বিমানে ৩১৬টি আসন রয়েছে। তিনটি কেবিন রয়েছে এখানে। ২৮টি প্রাইভেট বিজনেস স্য়ুট রয়েছে এখানে। পুরো ফ্ল্যাট বিছানা থাকবে এই বিমানে। ২৪টি প্রিমিয়াম ইকনমি সিট রয়েছে এখানꦰে। পা ছড়ানোর উপযুক্ত জায়গা রয়েছে এই বিমানে। ২৬৪টি ইকোনমি সিট রয়েছে। সেখানে যথেষ্ট জায়গা রয়েছে। এছাড়াও আরও স্বাচ্ছন্দ্য রয়েছে এই বিমানে।
মুখপাত্র জানিয়েছেন, এই বিমানে একেবারে অত্যাধুনিক প্যা🐎নাসোনিক ই এক্স৩ বিনোদনের ব্যবস্থা রয়েছে। এইচডি স্ক্রিনের ব্যবস্থা রয়েছে এখানে। যাত্রীদের জন্য় একেবারে আধুনিক ব্যবস্থা রয়েছে এখানে।