শিশির গুপ্তা
উত্তর আরব সাগরে আডেন উপকূলে দুটি যুদ্ধ জাহাজকে মোতায়েন করল ভারত। উপকূলীয় নিরাপত্তার জন্য় এই দুই যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েꦑছে বলে খবর। অন্যদিকে ইরানের হোউথি জঙ্গিদের হাত থেকে বাণিজ্যিক জাহাজগুলিকে রক্ষা করার জন্য আমেরিকা লোহি♋ত সাগরে একাধিক নৌবহরকে মোতায়েন করেছে বলে খবর।
তবে সরকার এনিয়ে ꧅কার্যত মুখে কুলুপ এঁটেছে। ভারতীয় নৌসেনার আইএনএস কোচি লোহিত সাগরের একেবারে মুখে মোতায়েন করা হয়েছে। মূলত সো💃মালিয়ার দস্যুদের হাত থেকে বাণিজ্যিক জাহাজকে রক্ষার জন্য় এই উদ্যোগ। অন্যদিকে আদেন উপকূলে বিপুল অস্ত্রে সজ্জিত আইএনএস কলকাতাকেও মোতায়েন করা হয়েছে। এই জাহাজের সঙ্গে মিসাইলও যুক্ত করা রয়েছে।
এদিকে সোমবার আমেরিকা অপারেশন প্রসপারিটির কথা ঘোষণা করে। শিয়া হউথি জঙ্গিরা যাতে মিসাইল ছুঁড়তে না পারে তার জন্য় আগাম প্রস্তুতি নিয়েছে আমেরিকা। লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে বিশাল নৌবহর। ব্রিটেন, বাহারিন, ফ্রান্স, নরওয়ে, সহ অন্য়ান্য দেশ🐈 এক্ষেত্রে সহযোগিতা করছে বলে খবর।
ইরানের ওই জঙ্গিগোষ্ঠী আল কায়দার সহযোগিতায় নানা ধরনের কাজকর্ম চালাচ্ছে বলে খবর। হেলিকপ্টার, ড্রোন থেকে নিক্ষেপ করা মিসাইল দিয়ে তারা আঘাত হানতে পারে বলে খবর। তারা মূলত বাণিজ্যিক জাহাজগুলিকে টার্গেট করে। তাদের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক ক্ষেত্রে একটা💙 বার্তা পৌঁছে দেওয়া যাতে ইজরায়েল গাজার উপর আর হামলা চালাতে না পারে।
এদিকে সোমালিয়ার দস্যুরা মূলত বাণিজ্যিক ট্যাঙ্কারগুলিকে টার্গেট করছে। বিপুল টাকার লোভে তারা এসব করছে বলে খবর। সম্প্রতি মালটার পতা🥀কা লাগানো একটি ট্যাঙ্কারকে অপহরণ করেছিল তꦅারা। এরপর সেটাকে মোগাদিসুর দিকে নিয়ে চলে যায়।
এদিকে বাণিজ্যিক জাহাজের উপর কোনও হামলা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে তার বড় প্রভাব পড়ে। এর জেরে অপরিশোধিত তেলের দামের উপরেও তার প্রভ🌊াব পড়ে। এর জেরে গোটা বিশ্বজুড়ে তেলের বাজারে খারাপ প্রভাব পড়ে। সেকারণে এই হামলা আটকাতে তৎপর আ🌟ন্তর্জাতিক দুনিয়া।