ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ💦্গে কি গোপনে ডেটিং পর্ব চালাচ্ছেন টেসলার প্রধান ধনকুবের শিল্পপতি এলন মাস্ক? ইন্টারনেট ইতিমধ্যেই তাঁদের সদ্য একসঙ্গে থাকা এক ছবি ঘিরে গুঞ্জল-জল্পনায় উত্তাল। সদ্য় নিউ ইয়র্কের এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের সদ্য একসঙ্গে দেখা গিয়েছে। তারপর থেকেই ইন্টারনেট তাঁদের ‘পারফেক্ট কাপল’ বলে তকমা দিতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে এলন মাস্ক খুললেন মুখ।
নিউ ইয়র্কে রাষ্ট্🦹রসংঘের সাধারণ সভার ফাঁকে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদ্য এলন মাস্কের সঙ্গে দেখা যায় জর্জিয়া মেলোনিকে। তাঁদের একসঙ্গের সেই ছবি ঘিরে বহু গুঞ্জন শুরু হয়ে যায় ইন্টারনেটে। সদ্য আটলান্টিক কাউন্সিল গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জর্জিয়া মেলোনিকে পুরস্কার তুলে দেন এলন মাস্ক। পুরস্কার তুলে দেওয়ার সময় মাস্ক বলেন,'এটি সম্মানের বিষয় যে এই প্রশংসা এমন কারোর প্রতি করা হচ্ছে, যিনি শুধু বাইরে থেকেই সুন্দর নন, ভিতর থেকেও সুন্দর।' মাস্কের বক্তব্যে ইতালির প্রধানমন্ত্রী হিসাবে মেলোনির প্রাপ্তিগুলি তুলে ধরা হয়েছে। মেলোনিও সেই ভাষণের প্রেক্ষিতে পাল্টা মাস্ককে ধন্যবাদ জানান। মেলোনি সেই ধন্যবাদ এক্স পোস্টেও জানান। এদিকে, টেসলার এক ফ্𓃲যানক্লাব দুজনের ছবি পোস্ট কর প্রশ্ন তোলে, ‘এটা কি মনে করা যায় যে, ওঁরা ডেটিং করছেন?’ যার উত্তরে টেসলা প্রধান এলন মাস্ক মুখ খোলেন। মাস্ক সাফ জানান,' আমরা ডেটিং করছি না'। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের প্রতি তাঁর জোরালো সমর্থন এবং ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওই পুরস্কার পেয়েছেন মেলোনি।
প্রসঙ্গত, কিছু💜দিন আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জর্জিয়া মেলোনির এক সেলফি ইন্টারনেটে কিছু মাস আগে ঝড় তোলে। ‘মেলোডি’ নাম দিয়ে ওই ছবির হ্যাশট্যাগ সামনে আনা হয়।🐼 এরপর সদ্য মোদী ৩.০ সরকার ক্ষমতায় আসার পর মোদী গিয়েছিলেন ইতালির সরকারি কর্মসূচিতে। সেবারও তাঁদের সেলফি ভাইরাল হয়। সেলফি ঘিরে নানান ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে। এরপর সদ্য খবরে ফের একবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।