অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে ধর্মনিরেপক্ষতার পথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মহা বিকাশ আঘাদি। বিজেপিকে মহারাষ্ট্রে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য শিবসেনাস, কংগ্রেস ও এনসিপি এক হয়ে এই জোট গঠন করেছে। আদর্শগত ভাবে কংগ্রেস ও এনসিপির ভিন্ন মেরুতে অবস্থান করে শিবসেনা। বালাসাহেব ঠাকরে প্রতিষ্ঠিত দল চিরকালই হিন্দুত্বের রাজনীতি করে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে বিজেপির থেকেও দক্ষিনপন্থী অবস্থান🐼 নিয়েছে শিবসেনা। তাই আঘাদির কর্মসূচি দেখে প্রশ্ন উঠেছে, এবার কী হিন্দুত্বের রাজনীতি থেকে সরে আসবেꦇ শিবসেনা।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে প্রথম সাংবাদিক সম্মেলনে এই বাউন্সার ধেয়ে এল উদ্ধব ঠাকরের জন্য। সরাসরি উত্তর না দিয়ে সংবিধানের আশ্রয় 🍃নেন উদ্ধব। সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন তিনি, যে ধর্মনিরপেক্ষতা মানে কী?
পাশ থেকে কেউ বলে ওঠেন যে সংবিধানের মুখবন্ধে তো আছে ধর্মনিরপেক্ষতার কথা। তাহলে সমস্যা কী। উদ্ধব ঠাক💟রে এরপর বলেন যে সংবিধানে যা আছে, সেটাকে তারা মান্য করেন। এই প্রসঙ্গে বলা যেতে পারে, প্রাথমিক ভাবে সংবিধানের মুখবন্ধে শব্দটি ছিল না। পরে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বের কালে সংবিধান সংশোধন করে ꦛএই শব্দটি অন্তর্ভুক্ত করা হয়। প্রথম ক্যাবিনেট বৈঠকের কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানান উদ্ধব ঠাকরে। সবকিছু বিচার বিবেচনা করার পর চাষীদের জন্য বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। উদ্ধব ঠাকরে ছাড়া তিন দলের দুজন করে বিধায়ক গতকাল মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন।