‘কোনও Social মিডিয়া প্লাটফর্মকে দেশে ব্লক করার কোনও পরিকল্পনা নেই।’ বৃহস্পতিবার জানিয়ে দিলেন Electronics🅠 and information technology দফতরের মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘🌺এই সময়ে কোনও Social মিডিয়া প্লাটফর্মকে দেশে ব্লক করার কোনও পরিকল্পনা নেই।’ রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে তিনি লিখিতভাবে একথা জানিয়েছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন,' দেশের সার্বভৌমত্ব, ঐক্যবদ্ধতা ও বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ২০০০ অনুসারে কোনও অনলাইন কনটেন্ট বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে সেটিকে ব্লক করার সুযোগ রয়েছে।'
তিনি জানিয়েছেন,' বিভিন্ন Social মিডিয়া প্লাটফর্মের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ হয়। Social মিডিয়া কোম্পানির দায়বদ্ধতা, ইউসার্সদের সুরক্ষা সহ নানা বিষয়গুলি দেখা হয়। তিনি জানিয়েছেন ‘’একাধিক Social মিডিয়া ব্যবহারকারী সমাজের মধ্যে ঘৃণা ছড়াতে চান। তবে আমাদের বিশ্ব🔯াস আছে কোনও Social মিডিয়া প্লাটফর্ম অথবা অন্য কোনও শক্তি দেশের গণতান্ত্রিক কাঠামোকে ভাঙতে পারবে না।
তিনি জানিয়েছেন, ‘ভারতীয় সংবিধান সকলের জন্য মৌলিক অ🐎ধিকারকে নিশ্চিত করেছে। কোনও Social মিডিয়া প্লাটফর্ম আমাদের গণতান্ত্রিক কাঠামোকে ভাঙতে পারবে না। Social মিডিয়ার মাধ্যমে নানা ধরনের ঘৃণা ছড়ানো হচ্ছে বলে ব্যবহারকারীদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়া যায়। তবে যারা ঘৃণা ছড়ায় তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।’