এই সিএএ কি আদৌ মুসলিমদের অধিকার হরণ করবে? এনিয়ে নানা বিভ্রান্তি রয়েছে সাধারণ মানুষের মধ্য়ে। তবে এবার সরকার এনিয়ে গোটা বিষয়টি পরিস্কার করে জানিয়ে দিয়েছে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই সিএএ কোনওভাবেই ভারতীয় মুসলিমদের কোনওরকম অধিকার෴ হরণ করবে না। এটা একেবারে পরিস💧্কার করে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সিএএ নিয়ে নতুন করে আর টেনশনে পড়ার কোনও কারণ নেই। সরকারের তরফে ঠিক কী বলা হয়েছে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা 𓂃হয়েছে, দেশের যে কোনও প্রান্ত থেকে মুসলিমরা ভারতের নাগরিকত্বের জন্য় আবেদন করতে পারেন। সিটিজেনশিপ অ্যাক্টের ৬ নম্বর ধারায় এই আবেদন করা যেতে পারে। সেই সঙ্গেই জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে কেউ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে চাইলে তিনি ইসলাম ধর্মের বলে সেটা বাধা হয়ে দাঁড়াবে না।
বলা হয়েছে সিএএ ন্যাচারাইলেসন আইনকে বাতিল করবে না। সেক্ষেত্রে বিদেশ থ🅠েকে আসা কোনও মুসলিম শরনার্থী যিনি ভারতীয় নাগরিক হতে চাইছেন, তিনি যে আইন রয়েছে সেই আইনের ভিত্তিতে আবেদন করতেই পারেন।
সেই সঙ্গেই বলা হয়েছে সিএএ নিয়ে ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই। হিন্দুদের মতোই তাঁদের অধিকার প্রতিষ্ঠিত রয়েছে ভারতে। কার্যত এই সিএএর মাধ্য়মে কোনওভাবেই যে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না সেটা পরিস্কার করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতর। সেক্ষে♉ত্রে সিএএ নিয়ে চিন্তার কোনও কারণ♓ নেই।
তবুও বিভিন্ন জায়গায় এনিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এমনকী সিএএর জন্য আবেদন করলে আপনি বেআইনি বলে চিহ্নিত হয়ে যাবেন বলে দাবি করা হয়েছে বিরোধীদের তরফে। তবে স্বরাষ্🐲ট্রমন্ত্রক অবশ্য় বিষয়টি মানতে চায়নি।
এদিকে রানাঘাটের সভা থেকে মুসলিমদেꦏর আশ♛্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘সর্বস্তরের মুসলমানরা নিশ্চিন্তে থাকুন। এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজন কারও কোনও ক্ষতি হবে না’।
তিনি বলেন, ‘আমার প্রিয় কয়েক পুরুষ ধরে পশ্চিমবঙ্গে থাকা মুসলিমরা ২ দিন হয়ে গেছে কেউ ফাঁদে পা দেননি। সিদ্দিকꦬুল্লাহদের টুপি পরবেন না। দায়িত্ব নিচ্ছি, একজনেরও ক্ষতি হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব’।
তিনি আরও জানিয়েছেন, সিএএ-র অধীনে নাগরিকত্বের আবেদন করতে কোনও কাগজের প্রয়োজন হবে না। শুধুমাত্র নাম আর কোথা থেকে এসেছেন তা উল্লেখ করলেই পাওয়া যাবে নাগরি🥀কত্বের নথি। যারা𓆏 আবেদন করবেন সবাই নাগরিকত্ব পাবেন বলে আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী।