নিশানায় ছিল 🍷ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দফতর। কিন্তু ‘টার্গেট’-এ পৌঁছানোর আগেই জঙ্গি সংগঠন হিজবুল্লার ব্যালিস্টিক মিসাইলকে ‘ইন্টারসেপ্ট’ করে ফেলল ইজরায়েল। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, আজ দেশের অর্থনৈতিক রাজধানী তেল আভিভ এবং মধ্য ইজরায়েলের শহর নেতানিয়ায় সাইরেন বেজে ওঠে। তারপরই একটি সারফেস-টু-সারফেস মিসাইলকে 'ইন্টারসেপ্ট' করে ফেলে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। তেল আভিভের কাছে 'ইন্টারসেপ্ট' করা ওই ক্ষেপণাস্ত্রটি লেবাননের দিক থেকে আসছিল। তাতে ইজরায়েলের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।
'যেখান থেকে মিসাইল ছুড়েছিল, সেখানেই হামলা ইজরায়েলের'
ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে ওই ক্ষেপণাস্তꦆ্রটি 'ভারী' এবং 'দূরপাল্লার' ছিল। এই প্রথমবার তেল আভিভের দিকে হিজবুল্লা এরকম মিসাইল ছুড়েছে। আর সেটার পালটা জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ইজরায়েল। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের𒊎 সামরিক বাহিনীর তরফে দাবি করা হয়েছে, দক্ষিণ লেবাননের যেখান থেকে মিসাইল ছুড়েছিল হিজবুল্লা, সেখানে হামলা চালানো হয়েছে।
হিজবুল্লার নিশানায় ছিল মোসাদের সদর দফতর
ওই প্রতিবেদন অনুযায়ী, ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের তরফে দাবি করা 𒈔হয়েছে যে তেল আভিভে মোসাদের সদর দফতরকে নিশানা করে ব্যাল💜িস্টিক মিসাইল ছুড়েছিল। সম্প্রতি লেবাননে জঙ্গি সংগঠনের সদস্যদের কাছে থাকা পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে ইজরায়েলের গুপ্তচর সংস্থাই কলকাঠি নেড়েছে বলে অভিযোগ করেছে হিজবুল্লা।
গাজা, প্যালেস্তাইন, লেবানন এবং হিজবুল্লা
সেইসঙ্গে 'প্যালেস্তাইন এবং গাজার মানুষের প্রতি অবিচল সমর্থন' ℱজানিয়ে এবং 'লেবানন এবং ল𝓀েবাননের মানুষের রক্ষার্থে' হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন। মঙ্গলবার যে জঙ্গি গোষ্ঠীর শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে ইজরায়েলের অভিযানে। দু'দিনের যে অভিযান চালিয়েছে ইজরায়েল, তাতে মৃতের সংখ্যা ৫৬০ ছাড়িয়ে গিয়েছে।
লেবানন সীমান্তে বাড়তি বাহিনী ইজরায়েলের
তারইমধ্যে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং পুরোদমে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সীমান্ত আরও সুরক্ষিত করছে ইজরায়েল। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুয🌃ায়ী, ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে দাবি করা হয়েছে যে রিজার🎐্ভে থাকা দুটি বাহিনীকে উত্তর দিকের সীমান্তে পাঠানো হচ্ছে। অর্থাৎ লেবানন সীমান্তে আরও শক্তি বাড়াচ্ছে ইজরায়েল। বুধবার যে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছিল হিজবুল্লা, সেটা ওইদিক থেকে আসছিল বলে দাবি করেছে ইজরায়েলের সামরিক বাহিনী।