'আফগানিস্তানে পাঠানো হোক আসাদউদ্দিন ওয়াইসিকে', AIMIM প্রধানকে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী। এক জনসভায় বক্তব্য রাখার সময় গতকালই আফগানিস্তান নিয়ে কেন্দ্রের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাসংদ আসাদউদ্দিন ওয়াইসি। আর এর প্রেক্ষꦆিতে এবার ওয়াইসিকে পালটা তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারান্দলাজে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'এটা ভালো হয় যদি আসাদউদ্দিন ওয়াইসিকে আফগানিস্তানে পাঠানো উচিত, তাহলে সেখানকারꦡ মহিলারা সুরক্ষিত হবেন।'
উল্লেখ্য, এর আগে গতকাল জনসভায় ওয়াইসি বলেছিলেন, 'রিপোর্ট অনুযায়ী ভারতে ৯ জনের মধ্যে একজন পাঁচ বছরের ছোট শিশু কন্যার মৃত্যু হয়। এই দেশে মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা এবং অপরাধ হয়। কিন্তু কেন্দ্র নাকি আ🐬ফগানিস্তানের মহিলাদের নিয়ে চিন্তিত। এখানেও কি একই ঘটনা ঘটছে না?'
এর আগে বিতর্ক সৃষ্টি করে ওয়াইসি দাবি করেছিলেন, তালিবানদের সঙ্গে কথা বলার ব্যাপারে ভা𒈔রতের দরজা খোলা রাখা প্রয়োজন। কাবুল পতনের পরদিনই ওয়াইসি বলেন, '২০ꦇ১৩ সালেই আমি বলেছিলাম তালিবানের সঙ্গে ভারতের কূটনৈতিকস্তরে আলোচনার দরজা খোলা রাখা প্রয়োজন। কিন্তু সেই সময় আমাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।' ওয়াইসির প্রশ্ন ছিল, আফগানিস্তানে আমরা ৩ বিলিয়ন বিনিয়োগ করেছি। কিন্তু ভারত এখন কী করবে?