‘জল জীবন মিশনে’ ব🐎ড়সর সাফল্য পেল কেন্দ্র। ১০০ টি জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে গেল ‘হর ঘর জল’। সবমিলিয়ে ‘হর ঘর জল’ প্রকল্পে ৯ কোটিরও বেশি বাড়িতে কলের জল সরবরাহ করতে সক্ষম হয়েছে কেন্দ্র। টুইট করে এমনটাই জানিয়েছেন জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং। হর ঘর জল প্রকল্পে ১০০ তম জেলা হল হিমাচল প্রদেশের চাম্বা জেলা। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল প্রতিটি বাড়িতে ট্যাপের জল পৌঁছে দেওয়া। এর ফলে এর ফলে মানুষ পরিস্রুত পানীয় জল বাড়িতে পেয়ে যাবেন।
কেন্দ্রীয় মন্ত্রকের মতে, এর ফলে 🐼সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের মহিলারা। কারণ বহু গ্রামে এখনও জল আনতে মহিলাদের অনেক দূর যেতে হয়। সেই সমস্যার সমাধান কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার। ২০১৯ সালের ১৬ আগস্ট এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্র। সেই সময় ১৯.৮৭ কোটি পরিবারের মধ্যে শুধুমাত্র ৩.৩০ কোটি পরিবারে ট্যাপের জল ছিল। তবে গত ২ বছরের মধ্যে ১০০টি জেলার ১১৩৮ টি ব্লকের ৬৬,৩২৮টি গ্রাম পঞ্চায়েতে হর ঘর জল পৌঁছে গিয়েছে। এই প্রকল্পের অধীনে সুবিধা পেয়েছেন ১,৩৬,৮০৩টি গ্রামের মানুষ। প্রায় ৫.৭৮ কোটি বাড়িতে এখনও পর্যন্ত জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
গোয়া, হরিয়ানা, তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, দাদার ও নগর হাভেলি এবং দমন ও দিউতে প্রতিটি গ্রামের প্রতিটি পরিবারে কলের জল সরবরাহ হয়েছে। এছাড়াও, পঞ্জাব, হিম෴াচল প্রদেশ, গুজ🧜রাট এবং বিহারে এই বছরের মধ্যেই সমস্ত পরিবার 'হর ঘর জল' পেয়ে যাবে বলে মন্ত্রক সূত্রে খবর।